PM Modi at CJI Residence Controversy : গণেশ পুজোয় তাঁর বাড়িতে প্রধানমন্ত্রীর উপস্থিতি, বিতর্ক নিয়ে যা বললেন প্রধান বিচারপতি
PM Modi: দিল্লিতে প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় শামিল হন মোদি। প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রী কল্পনা দাস মোদিকে স্বাগত জানান। মারাঠিদের মতো টুপি পরে পুজোয় অংশ নেন মোদি।
নয়াদিল্লি : গণেশ পুজো উপলক্ষে তাঁর বাসভবনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি জাতীয় রাজনীতিতে। তা নিয়ে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এ বিষয়ে বিতর্ক হওয়া "অপ্রয়োজনীয়, অন্যায্য ও অযৌক্তিক", বলে মতামত প্রকাশ করলেন তিনি। রবিবার বিচারপতি চন্দ্রচূড় বলেন, রাজনৈতিক কার্যনির্বাহী প্রধানরা সামাজিক অনুষ্ঠানে বিচারপতিদের বাড়িতে যান। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা এত গভীরভাবে নিবদ্ধ যে বিচারাধীন বিষয়গুলি "কখনোই আলোচনা করা হয় না"।
সংবাদ মাধ্যম TOI-কে বিচারপতি বলেন, "সন্তানদের বিয়ে-উৎসবের মতো কোনও সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা দেশের প্রধান বিচারপতি ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের বাসভবনে যান। কিন্তু, এমন একটাও উদাহরণ মনে করতে পারি না যেখানে, প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা কখনো কোনও বিচারাধীন বিষয় নিয়ে দেশ বা রাজ্যের রাজনৈতিক কার্যনির্বাহী প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন।" তাঁর সংযোজন, "বিচারাধীন বিষয়কে দৃঢ়ভাবে সরিয়ে রাখা নিয়ে সাংবিধানিক আদালতের বিচারপতি এবং এক্সিকিউটিভ প্রধানদের মধ্যে যথেষ্ট পরিণত মনস্কতা আছে। প্রোটোকল এতই কঠোর যে রাজনৈতিক কার্যনির্বাহী প্রধানরা বিচারাধীন বিষয় নিয়ে কখনো আলোচনা করেন না।"
তিনি আরও বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আমরা আমাদের কর্তব্য জানি এবং রাজনৈতিক কার্যনির্বাহীরা তাঁদের কর্তব্য জানেন। কোনো বিচারপতি, তাঁদের মধ্যে অন্তত দেশের প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতিরা, বিচার বিভাগের স্বাধীনতার প্রতি কোনো হুমকিকে আমন্ত্রণ জানান না।
সম্প্রতি প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় মোদির উপস্থিত থাকার খবর সামনে আসে। একটি ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যাতে প্রধান বিচারপতি ও তাঁর পরিবারের সঙ্গে আরতি করতে দেখা যায় মোদিকে। শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত প্রথম সেই নিয়ে সরব হন। 'সংবিধানের অভিভাবক' রাজনীতিকদের সঙ্গে মেলামেশা করলে মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে পারে বলে মন্তব্য করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় লেখেন, 'সংবিধানের প্রদীপের আলো থেকেই সংবিধানের ঘরে আগুন লেগেছ...১) EVM-কে ক্লিনচিট, ২) মহারাষ্ট্রে সংবিধান বিরোধী একটি সরকারকে নিয়ে তিন বছর ধরে শুনানিই চলছে শুধু, ৩) পশ্চিমবঙ্গের ধর্ষণ মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ, ৪) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে তারিখের পর তারিখ. এসব কেন হচ্ছে ? ক্রোনোলজি বুঝে নিন। ভারত মাতা কি জয় ! ! !'
দিল্লিতে প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় শামিল হন মোদি। প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রী কল্পনা দাস মোদিকে স্বাগত জানান। মারাঠিদের মতো টুপি পরে পুজোয় অংশ নেন মোদি।