CM Mamata Banerjee: রাজ্যে এবার গড়ে উঠতে চলেছে 'বিশ্ব অঙ্গন', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে ?
Mamata On II Tec Park: হিডকোর সঙ্গে PPP মডেলে বাংলায় তৈরি হবে 'বিশ্ব অঙ্গন', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে ? দেখুন একনজরে

কলকাতা: বাংলায় গড়ে উঠতে চলেছে 'বিশ্ব অঙ্গন', বড় ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে ? জানালেন মুখ্যমন্ত্রী। শিল্পায়ন নিয়েও মন্ত্রীসভার বৈঠকে কী আলোচনা হয়েছে, জানালেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা হিডকোর সঙ্গে, পিপিপি মডেলে নিউটাউন এলাকায়, প্রায় ২৫ একর জমিতে, একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি। ওয়াল্ড ট্যুর, বিভিন্ন ইনোভেশন, এন্টারটেনমেন্ট, কালচালারাল প্রোগাম-সহ বিভিন্ন ক্রিয়েটিভিটির কাজে অংশ নেওয়া সম্ভব হবে। কাজেই এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক। ইংরেজিতে আমরা এর নাম দিচ্ছি International Information Technology Entertainment & Cultural Park. সংক্ষেপে আমরা বলব II Tec Park আর এর বাংলার নামটা হবে বিশ্ব অঙ্গন।'
'আজকে মন্ত্রীসভার বৈঠকে আমরা কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি..'
অপরদিকে, মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আজকে মন্ত্রীসভার বৈঠকে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে, শিল্প করার জন্য জমি বরাদ্দ করার বিষয়ে, আমরা কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি।রাজ্যে আরও দ্রুত শিল্পায়নের লক্ষ্যে, খুবই বড় ভূমিকা নেবে।আজ আমরা পুরুলিয়ার রঘুনাথপুরে আমাদের জঙ্গলসুন্দরী কর্মনগরী, দুর্গাপুরের মানগাপুর, বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেগুলি WBIDC তৈরি করেছে, সেখানে ১০ টি ইন্ডাসট্রিয়াল জমি, বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছি।'
'প্রায় ৭০ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মস্থান এখানে হবে..'
মমতার সংযোজন,' এই ১০ টি জমির মোট পরিমাণ ২৫১৫ একরেরও বেশি। প্রায় ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে। প্রায় ৭০ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মস্থান এখানে হবে। ১৫ টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটেও অনেক প্লট (মোট ৪৩টি) মাইক্রো এবং স্মল স্কেলে ইন্ডাস্ট্রি করার জন্য অ্যালট করেছি। ফলে MSME তে আরও ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। মোট বিনিয়োগ হবে ২১০ কোটি টাকা। MSME তে আমরা দেশের অন্যতম শীর্ষস্থানে রয়েছি।এখানে প্রায় ৯০ লক্ষ ইউনিটে, প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ কাজ করেন।ক্লাস্টারই রয়েছে ৬৬০ টিরও বেশি।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















