Mamata on Journalist Murder : উত্তরপ্রদেশে এবিপির সাংবাদিকের রহস্যমৃত্যু, তীব্র নিন্দা মমতার
এবিপি গঙ্গার করেসপনডেন্ট সুলভ শ্রীবাস্তবের রহস্যমৃত্যু। প্রতিবাদে সরব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়।
লখনউ : রহস্যজনকভাবে মৃত্যু হল এবিপি গঙ্গার করেসপনডেন্ট সুলভ শ্রীবাস্তবের। শনিবার রাতে মৃত্যু হয় প্রতাপগড়ের করেসপনডেন্ট সুলভের। তিনি উত্তরপ্রদেশের মদ মাফিয়ার মুখোশ খুলে দিয়েছেন। তাই প্রাণহানির আশঙ্কা করছেন বলে দিন দুয়েক আগেই এডিজি-কে চিঠি লিখেছিলেন। এর পর শনিবার রাতে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন তিনি বলেন, আজ উত্তরপ্রদেশে কী হয়েছে ? এবিপি নিউজের এক সাংবাদিককে খুন করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি।
কাতরা এলাকায় বাইক দুর্ঘটনায় আহত হন সুলভ। তাঁর মাথায় আঘাত লাগে। বলা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিছল থাকায় তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। উল্টে যায়। যার ফলে তাঁর মাথায় আঘাত লাগে।
কিন্তু, সুলভের এডিজি-কে পাঠানো চিঠির জেরে সন্দেহ দানা বেঁধেছে। ঘটনায় উত্তরপ্রদেশে পুলিশের কাছে তদন্তের দাবি জানিয়েছে এবিপি নিউজ। খুনের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে।
সুলভ চিঠিতে লিখেছিলেন, তিনি মদ মাফিয়ার মুখোশ খুলে দেওয়ায় তাঁর ও তাঁর পরিবারের প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি জানতে পেরেছেন যে, কয়েকজন মাফিয়া খুশি নয়। তাঁর ক্ষতি করতে পারে। উত্তরপ্রদেশ পুলিশের কাছে সুরক্ষা দাবি করেন। কয়েকদিন আগে কেউ তাঁকে অনুসরণ করছে বলে সন্দেহ হয় তাঁর।
ক্রাইম ব্রাঞ্চের কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারের ঘটনার খবর করার পর বাড়ি ফিরছিলেন সুলভ। দুর্ঘটনায় সুলভ গুরুতর আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় প্রশ্ন তোলে আপ, কংগ্রেস।
ঘটনার প্রতিবাদে ট্যুইটারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা লেখেন, সাংবাদিকদের উচিত সত্যকে তুলে ধরা। প্রশাসনকে সমূহ বিপদ নিয়ে সতর্ক করা। সরকার ঘুমাচ্ছে। উত্তরপ্রদেশ সরকার জঙ্গলরাজকে ইন্ধন জোগাচ্ছে। সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের পরিবারের চোখের জলের কোনও উত্তর আছে তাদের কাছে ?