CNG Price Hike: পকেটে পড়বে টান!৭দিনে দু'বার দাম বাড়ল এই গ্যাসের
CNG Price In Delhi Increased: রান্নার গ্যাসের সঙ্গে এবার বাড়ল এই গ্যাসের দাম। রাজধানীতে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (CNG)দাম প্রতি কিলোগ্রামে ২টাকা বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)।
CNG Price In Delhi Increased: রান্নার গ্যাসের সঙ্গে এবার বাড়ল এই গ্যাসের দাম। রাজধানীতে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (CNG)দাম প্রতি কিলোগ্রামে ২টাকা বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)। এই সংশোধনের ফলে আজ থেকে সিএনজির দাম হবে ৭৫.৬১ টাকা প্রতি কেজি।
CNG Price Hike: কোথায় কত দাম হল সিএনজির ?
নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদের জন্য সিএনজির দাম কেজি প্রতি হবে ৭৮.১৭ টাকা। গুরুগ্রামে এটি প্রতি কেজি ৮৩.৯৪ টাকা নেওয়া হবে।এর আগে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)গত ১৫ মে দিল্লি-এনসিআর-এ কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) দাম প্রতি কেজিতে ২টাকা বাড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়তে শুরু করার পর থেকেই সিটি গ্যাস ডিস্ট্রিবিউটররা পর্যায়ক্রমে দাম বাড়াচ্ছে।
CNG Price In Delhi Increased: চিন্তা বাড়ল অটো চালকদের
দিল্লি-এনসিআরে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) দাম প্রতি কিলোগ্রামে ২টাকা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অটো চালকরা। তাঁরা জানিয়েছেন এই দাম বৃদ্ধির ফলে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে হবে তাদের। যাতে আরও বেশি খরচ করতে হবে যাত্রীদের। এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআই-কে এক অটোচালক জানান, তাদের আয়ের বেশিরভাগই গাড়ির জ্বালানিতে ব্যয় হয়। সিএনজির দাম বৃদ্ধির ফলে তাদের জীবনও প্রভাবিত হবে। জ্বালানির দামের ওপর ভিত্তি করেই অটোচালকদের আয়। এখন সিএনজির দাম বাড়তে থাকায় জ্বালানিতেই আয়ের টাকা চলে যাচ্ছে। গ্রাহকরাও বাড়তি টাকা দিতে প্রস্তুত নন। সেই ক্ষেত্রে অটোচালকদের উপার্জনের ওপর প্রভাব পড়বে।
CNG Price Hike: বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বলছে, আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম। যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের নিত্যদিনের জীবনে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে আরও দামি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। স্বাভাবিকবাবেই সিএনজি-র দাম বাড়লে অটোর ভাড়াতেও প্রভাব পড়তে বাধ্য। সেই ক্ষেত্রে যাত্রীদের পকেটেও পড়বে টান।
আরও পড়ুন : PPF Calculator: মাসে ১০০০ টাকা রেখে পাবেন ১৮ লক্ষ, এই স্কিমে পাবেন সুযোগ