Train Cancellation : ফের বাতিল ট্রেন, যাত্রীবাহী ট্রেনের জায়গায় চলবে কয়লার মালগাড়ি
Coal Crisis: আজ নর্দার্ন রেলওয়ের ৮টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, ওই জায়গায় মালগাড়ি চালানো হবে। এই নিয়ে নর্দার্ন রেলওয়ের ৪০টি ট্রেন বাতিল হল।
কলকাতা: চলতি মাসে দেশজুড়ে আরও বাড়তে পারে বিদ্যুৎ সঙ্কট। সূত্রের খবর, এর ফলে কয়লা পরিবহণের জন্য আরও বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও ট্রেন বাতিল:
আজ নর্দার্ন রেলওয়ের ৮টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, ওই জায়গায় মালগাড়ি চালানো হবে। এই নিয়ে নর্দার্ন রেলওয়ের ৪০টি ট্রেন বাতিল হল।
এর আগেও অনেক ট্রেন বাতিল:
কয়লা পরিবহণের (Coal Transportaion) জন্য আরও বেশ কিছু যাত্রীবাহী ট্রেন (Passenger Train) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ২৪ মে পর্যন্ত প্রায় ১১০০ ট্রেন যাত্রা বাতিল। মেল এক্সপ্রেসের (Mail Express Train) ৫০০টি সফর ও প্যাসেঞ্জার ট্রেনের (Passenger Train) ৫৮০টি সফর বাতিল করা হয়েছে। অন্যদিকে ধর্মঘট-সহ বিভিন্ন কারণে বহু খনিতে খনন কাজ ব্যাহত হচ্ছে। তার ফলে দেশজুড়ে কয়লা সঙ্কট (Coal Crisis) আরও বেড়েছে।
উত্তর-পশ্চিম (North-West) ও দক্ষিণ ভারতে (South India) কয়লার ঘাটতি এই মুহূর্তে এমন জায়গায় পৌঁছেছে যে একাধিক জায়গাতে কার্যত বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হচ্ছে। প্রাথমিকভাবে সেই ঘাটতি মেটানোর লক্ষ্য নিয়ে বেশ কিছু যাত্রীবাহি ট্রেন (Passenger Train) বাতিল করা হয়। তার জায়গায় চালানো হয় কয়লাবাহী ট্রেন। বিদ্যুৎ ঘাটতি মেটানোর যে চেষ্টার পরও দেখা যাচ্ছে চলতি মে মাসে দেশজুড়ে বিদ্যুৎ সঙ্কট আরও বাড়তে পারে। আরও একমাস ধরে দেশজুড়ে গরম চলবে, তাই এই সময়ে চলতে থাকা কয়লা সঙ্কট ও বিদ্যুৎ সঙ্কট সামাল দেওয়ার জন্য একাধিক ট্রেনের ১১০০টি সফর বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়লার সঙ্কটের (Coal Crisis) কারণেই দেশজুড়ে বিদ্যুৎ সঙ্কট তৈরি হয়েছে। সেটা সামাল দিতেই যেভাবেই হোক কয়লা পৌঁছতে বাতিল করা হচ্ছে ট্রেন (Train)।
আরও পড়ুন: দেশে রয়েছে ৪ ধরনের আধার কার্ড, কোন কার্ডে কী সুবিধা জানেন