Comedian Parag Kansara Passes Away: রাজু শ্রীবাস্তবের পরে মৃত্যু আরও এক কমেডিয়ানের
Parag Kansara: 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' (The Great Indian Laughter Challenge) খ্যাত পরাগ হার্ট অ্যাটাকে (Heart Attack)-এ আক্রান্ত হয়েছিলেন। বুধবার তাঁর মৃত্যু হয়
![Comedian Parag Kansara Passes Away: রাজু শ্রীবাস্তবের পরে মৃত্যু আরও এক কমেডিয়ানের Comedian Parag Kansara Passes Away, Sunil Pal Says 'Pillars Of Comedy Are Moving Away...' Comedian Parag Kansara Passes Away: রাজু শ্রীবাস্তবের পরে মৃত্যু আরও এক কমেডিয়ানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/06/26a0036c252a90498e83f5cd0099b244166505662086749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরও এক মৃত্যুর সাক্ষী হল বিনোদন জগত। মৃত্যু হল আরও এক স্যান্ড আপ কমেডিয়ানের (Stand Up comidian)। পরাগ কানসারা (Parag Kansara)। ৫১ বছর বয়সে মৃত্যু হল শিল্পীর।
'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' (The Great Indian Laughter Challenge) খ্যাত পরাগ হার্ট অ্যাটাকে (Heart Attack)-এ আক্রান্ত হয়েছিলেন। বুধবার তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিনোদন দুনিয়ার অনেকেই। শিল্পীর মৃত্যুতে ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছেন অপর শিল্পী সুনীল পাল (Sunil Pal)। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ পরাগের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Alia Bhatt Baby Shower: রণবীরের চুম্বন, গুরুজনদের আশীর্বাদে-ভালোবাসায় আলিয়ার 'সাধ'-পূরণ
সোশ্যাল মিডিয়ায় পরাগের প্রয়াণের খবর জানিয়েছেন সুনীল। তিনি বলেছেন, 'কমেডির দুনিয়াকে উল্টোভাবে ভাবতেন যিনি, সে আর আমাদের মধ্যে নেই।' সেইসঙ্গে সুনীল ভাগ করে নেন প্রতিযোগিতার স্মৃতি। তিনি বলেন, প্রতিযোগী হলেও তাঁদের মধ্যে দুই ভাইয়ের মতোই সম্পর্ক ছিল। একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন সুনীল ও পরাগ।
একের পর এক কমেডিয়ানের মৃত্যুর পর সুনীলের অনুরোধ, 'কমেডিয়ানদের জন্য় প্রার্থনা করুন। শুধু যাঁদের পেশা কমেডি তাঁদের জন্য নয়, যাঁরা মানুষকে হাসান তাদের জন্যও। জানি না, মানুষকে যাঁরা হাসাতেন তাঁরা কেন এমন করে চলে যাচ্ছেন। কমেডি জগতের এক একটা স্তম্ভ হারিয়ে যাচ্ছে।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)