Donald Trump News: অসুস্থতা লুকোতে মেকআপ? ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ, দায়িত্ব নিতে রাজি…
Donald Trump's Health: পূর্বসূরী বাইডেনের মতো সম্প্রতি বিমানে ওঠার সময় মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচেন ট্রাম্প।

ওয়াশিংটন: বয়সের দরুণ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি প্রেসিডেন্ট নির্বাচন থেকেও শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয়। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে সেই সময় কটাক্ষ করতে ছাড়েননি তিনিও। বার্ধক্য নিয়ে এই মুহূর্তে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্পকেই। এমনকি সোশ্যাল মিডিয়া তপ্ত হয়ে উঠেছে তাঁর ‘মৃত্যু’র গুঞ্জনে। (Donald Trump News)
পূর্বসূরী বাইডেনের মতো সম্প্রতি বিমানে ওঠার সময় মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচেন ট্রাম্প। পাশাপাশি, তাঁর ডান হাতের কালশিটে দাগও সকলের নজর কাড়ে একাধিক বার। এমনকি কালশিটে দাগ ঢাকতে ট্রাম্প মেকআপ ব্যবহার করছেন বলেও শোনা যাচ্ছে। তাই ট্রাম্পের সুস্থতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করেছেন ট্রাম্পের ভাইস জেডি ভ্য়ান্স। (Donald Trump's Health)
🚨 BREAKING: JD Vance says HE IS READY to become PRESIDENT, but President Trump's health is perfectly fine and Americans have nothing to worry about.
— Eric Daugherty (@EricLDaugh) August 28, 2025
48 in 3.5 years...
"I've gotten a lot of good on-the-job training over the last 200 days. But the president is in incredibly… pic.twitter.com/hpyWS8gnuZ
কোনও রকম রাখঢাক না করেই ভ্যান্স জানিয়েছেন, ট্রাম্পের জায়গায় তিনি প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে প্রস্তুত। ভ্যান্সের স্ত্রী ঊষা ভারতীয় বংশোদ্ভূত বলে, অনেকেই এতে উৎফুল্ল বোধ করছেন। তবে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়া নিয়ে সংশয় রয়েছে। কিন্তু তাঁর মন্তব্যে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বেড়ে গিয়েছে। কারণ ভ্যান্স যে মন্তব্য করেছেন, তা বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রিপালবিকান সমর্থকদেরই একাংশ।
ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করলে প্রথমে সবকিছু ঠিক আছে বলেই দাবি করেন ভ্য়ান্স। তাঁর বক্তব্য ছিল, “আমি নিশ্চিত, আমেরিকার প্রেসিডেন্ট ভাল আছেন। নিজের কার্যকালের মেয়াদ পূরণ করবেন উনি। আমেরিকার নাগরিকদের জন্য আরও কাজ করবেন।” কিন্তু এর পরই তাঁকে বলতে শোনা যায়, “ভগবান না করুন, যদি দুর্ভাগ্যজনক কিছু ঘটে, সেক্ষেত্রে গত ২০০ দিনে আমি যে প্রশিক্ষণ পেয়েছি, তাতে আমার চেয়ে যোগ্য় কেউ হবে না।”

৪১ বছর বয়সি ভ্যান্সের বক্তব্য, “গত ২০০ দিন কর্মরত অবস্থাতেই ভাল প্রশিক্ষণ পেয়েছি আমি। প্রেসিডেন্টের স্বাস্থ্য একেবারে ঠিক আছে, প্রাণশক্তিতে ভরপুর। ওঁর চারপাশে যাঁরা রয়েছেন, অধিকাংশই তরুণ। কিন্তু উনি সবার শেষে ঘুমান, গভীর রাতেও ফোনে থাকেন, আবার সবার আগে ওঠেন। কিন্তু ঘটনা তো ঘটতেই পারে। যদিও আমি আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট চাঙ্গা আছেন, নিজের কার্যকাল পূরণ করবেন।”
#DonaldTrumpIsDead #MAGA pic.twitter.com/pAKSEPi7U2
— ImmortalZ̴̙͖͚̗̜̜̍̓̓̕͠en (@Immortalzen) April 27, 2020
চলতি বছরের গোড়ার দিকেই ট্রাম্পের স্বাস্থ্য় নিয়ে উদ্বেগ দেখা দেয়। ডানহাতে কালশিটে দাগ মেকআপে ঢাকা ছিল বলে সামনে আসে। এর পর গলফ খেলার সময় তাঁর বাঁ হাতেও একই রকমের কালশিটে দাগ চোখে পড়ে। সম্প্রতি ফের ওই কালশিটে দাগ ফিরে আসে। দেখা যায়, অর্ধেক মেকআপে ঢাকা থাকলেও, বাকি কালশিটে বেরিয়ে পড়েছে। জুলাই মাসে জানা যায়, Chronic Venous Insufficiency-তে ভুগছেন তিনি। এতে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়, হাত-পা ফুলে যায়। সমস্যা যদিও গুরুতর নয়। যদিও হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়, এত লোকের সঙ্গে করমর্দন করতে হয়, তাতেই কালশিটে পড়ে গিয়েছে ট্রাম্পের হাতে। কিন্তু ভ্য়ান্সের মন্তব্য কার্যতই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। ট্রাম্প মৃত্যুপথগামী বলেও সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। এমনকি #TrumpisDead লিখে পোস্ট করতে শুরু করেছেন অনেকে।






















