এক্সপ্লোর
Advertisement
করোনা আক্রান্ত সস্ত্রীক কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি, রয়েছেন হোম কোয়ারান্টিনে
অভিষেকের হাল্কা জ্বর সহ কোভিড-১৯ সংক্রমণের কিছু মৃদু উপসর্গ দেখা দিয়েছে
নয়াদিল্লি: করোনা আক্রান্ত কংগ্রেস নেতা তথা দলের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি। সংক্রমিত তাঁর স্ত্রী-ও।
শুক্রবারই, তাঁদের দুজনের করোনা পরীক্ষা পজিটিভ এসেছে। এরপরই, বাসভবনেই নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দি করে রেখেছেন অভিষেক ও তাঁর স্ত্রী।
সূত্রের খবর, অভিষেকের হাল্কা জ্বর সহ কোভিড-১৯ সংক্রমণের কিছু মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে, তাঁর স্ত্রী-র কোনও উপসর্গ দেখা দিয়েছে কি না, তা জানা যায়নি। তবে, তিনিও হোম কোয়ারান্টিনে রয়েছেন।
এদিকে, অভিষেকের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের পরীক্ষাও করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে মনু সিঙ্ঘভির কর্মীদেরও। তবে সেই রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি।
প্রসঙ্গত, এই নিয়ে কংগ্রেসের দুই নেতা করোনা আক্রান্ত হলেন। এর আগে সঞ্জয় ঝা-ও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। বর্তমানে তিনি মুম্বইতে রয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement