No Trust Motion: মণিপুর হিংসা নিয়ে কোণঠাসা কেন্দ্র, সংসদে অনাস্থা প্রস্তাব জমা দিল কংগ্রেস
Manipur Violence: বুধবার কংগ্রেসের তরফে লোকসভায় অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন সেখানে কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ। লোকসভার সেক্রেটারি জেনারেলের দফতরে জমা দিয়েছেন অনাস্থা প্রস্তাব।
নয়াদিল্লি: গত দু'মাসেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর (Manipur Violence)। সেই নিয়ে সংসদে এবার অনাস্থা প্রস্তাব জমা পড়ল (No Trust Motion)। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল কংগ্রেস এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি। বুধবার কংগ্রেসের তরফে লোকসভায় অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন সেখানে কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ। BRS-এর তরফে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন সাংসদ নাম নাগেশ্বর রাও। লোকসভার সেক্রেটারি জেনারেলের দফতরে তাঁরা জমা দিয়েছেন অনাস্থা প্রস্তাব (Modi Government)।
অনাস্থা প্রস্তাবের আওতায় সরকারের সংখ্য়াগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ জানাতে পারেন বিরোধীরা। যদি তা পাস হয়, সরকারকে ক্ষমতা ছাড়তে হয়। লোকসভার স্পিকার এই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করন। সরকারের পদত্যাগের পক্ষে কারা, বিপক্ষে কারা জানতে চান। দাঁড়িয়ে মতামত জানাতে হয়। পক্ষে বা বিপক্ষে, যে পক্ষে বেশি ভোট পড়ে, সেটিই গৃহীত হয়।
Congress MP Gaurav Gogoi files the No Confidence Motion against the Government in Lok Sabha. pic.twitter.com/osx0ljhrPZ
— ANI (@ANI) July 26, 2023
মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে আাসছিলেন বিরোধীরা। সেই নিয়ে রাতভর সংসদের বাইরে অবস্থানও করেছেন তাঁরা। দফায় দফায় মুলতবি হয়েছে সংসদের অধিবেশন। কিন্তু তার পরও সরকারের তরফে বিষয়টি নিয়ে কোনও সদর্থক বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। শুধু তাই নয় সংসদে বিরোধী শিবিরের সাংসদদের ভাষণ থেকেও মণিপুরের উল্লেখ বাদ দেওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনার কথা শোনা যাচ্ছিল। বুধবার শেষ মেশ জমা পড়ল অনাস্থা প্রস্তাব।
BRS MP Nama Nageswara Rao has also filed the No Confidence Motion against the Government. pic.twitter.com/TAdLp1fD2Q
— ANI (@ANI) July 26, 2023
আরও পড়ুন: PM Modi: INDIA-কে 'জঙ্গি গোষ্ঠী' বলে কটাক্ষ, বিকাশ রঞ্জনের নিশানায় মোদি
এমনিতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপি-র। বিরোধীদের দাবি, অনাস্থা প্রস্তাব এনে সরকারকে উৎখাত করার থেকেও, প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে বাধ্য় করাই লক্ষ্য তাঁদের। যদিও মোদি সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর বক্তব্য, "নরেন্দ্র মোদি এবং বিজেপি-র উপর ভরসা রয়েছে মানুষের। আগের বারও একবার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। দেশের মানুষ সেবারও ওঁদের উচিত শিক্ষা দিয়েছিলেন।"
তবে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির সাংসদ এনকে প্রেমচন্দনের বক্তব্য, "সংখ্যার প্রশ্ন নয়, প্রধানমন্ত্রীর সংসদীয় দায়িত্বের প্রশ্ন রয়েছে এখানে। সংসদে এসে জবাব দিতে বাধ্য প্রধানমন্ত্রী। দুর্ভাগ্যের বিষয় যে প্রধানমন্ত্রীকে সংসদে হাজির করতে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনতে হচ্ছে। অদ্ভূত পরিস্থিতি। আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি দেশকে।"
BRS সাংসদ নাগেশ্বর বলেন, "দলের হয়ে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে মণিপুর নিয়ে আলোচনা চাইছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী বিবৃতি দিলে শান্তির বার্তা পাওয়া যাবে। সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা।"