Rahul Gandhi: কোথায় মার্কসীয় দাড়ি, কোথায় অগোছালো চেহারা! কেমব্রিজে ‘ঝকঝকে’ রাহুল
Rahul Gandhi News Look: এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাহুল। কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তৃতা করার কথা তাঁর।
নয়াদিল্লি: হালফিলের চমক নয়, সনাতনী রাজনীতিই যে পছন্দ তাঁর, গত কয়েক মাসে বার বার তা বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahu Gandhi)। কিন্তু নবরূপে এ বার সকলকে চমকে দিলেন তিনি নিজেই। ‘ভারত জোড়ো যাত্রা’র সময়কার অগোছালো চেহারায় নয়, স্যুট-বুট পরিহিত ধোপদুরস্ত চেহারায় দেখা গেল তাঁকে। মুহূর্তে রাহুলের সেই ‘লুক’ ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় (Viral Photo)।
নবরূপে এ বার সকলকে চমকে দিলেন রাহুল গান্ধী
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাহুল। কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তৃতা করার কথা তাঁর। সেখান থেকেই তাঁর একটি ছবি তুলে ধরেছে রাজস্থান প্রদেশ যুব কংগ্রেস। তাতে আকাশি শার্ট, বার্গেন্ডি টাই এবং ধূসর স্যুটে দেখা গিয়েছে রাহুলকে। ছবিটি পোস্ট করে রাজস্থান যুব কংগ্রেস ট্যুইটারে লেখে, ‘রাহুল গান্ধী কেমব্রিজে। নতুন চেহারায়’। আর সেই ছবি সামনে আসতে না আসতেই হইচই শুরু হয়েছে। কারণ তাতে ছোট করে ছাঁটা চুল, ধারাল উপস্থিতিতে দেখা গিয়েছে রাহুলকে।
#RahulGandhi’s new look ahead of Cambridge lecture. He cleans up good ! pic.twitter.com/xasgETJwpe
— Griha Atul (@GrihaAtul) March 1, 2023
এই নয়া ‘লুক’ দেখে রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। এক ব্য়ক্তি ট্যুইটারে লেখেন, ‘কেমব্রিজের বক্তৃতার আগের ছবি। বেশ ফিটফাট দেখাচ্ছে’। অন্য এক জন লেখেন, ‘মার্কসীয় দাড়ি এখন অতীত’।
উল্লেখ্য, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত দীর্ঘ ৪০০০ কিলোমিটারের পদযাত্রা, ‘ভারত জোড়ো যাত্রা’র সময় দীর্ঘ চার মাসেরও বেশি সময় দাড়ি-গোঁফ কাটেননি রাহুল। দীর্ঘ পদযাত্রায় একমুখ সাদা দাড়ি-গোঁফ, মাথাভর্তি পাকা চুলেই দেখা গিয়েছিল তাঁকে। কেন চুল কাটছেন না, এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল। মন যখন চাইবে, কেটে ফেলবেন বলে জানিয়েছিলেন রাহুল। কেমব্রিজে বক্তৃতার আগে তেমনই করলেন রাহুল।
Rahul Gandhi in Cambridge. With a New Look 😎 pic.twitter.com/IUqOs93kDp
— Rajasthan Youth Congress (@Rajasthan_PYC) March 1, 2023
লন্ডনে কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে গিয়েছেন রাহুল
রাহুল নিজে কেমব্রিজ ইউনিভার্সিটির প্রাক্তনী। সেখানে বক্তৃতা করতে বিশেষ আমন্ত্রণ পেয়েছেন। রাহুলের বক্তৃতার বিষয় হল, ’২১ শতকে শুনতে শেখা’। এর পাশাপাশি ‘বিগ ডেটা অ্যান্ড ডেমোক্র্যাসি’ শীর্ষক রুদ্ধদ্বার অধিবেশনও রয়েছে। ভারত-চিন সম্পর্ক আলোচনাতেও অংশ নেবেন। এর আগে, গত বছর মে মাসেও কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তৃতা করেন।