Car Racing: বন্ধুর সঙ্গে গাড়ির রেস, ২ জনকে SUV দিয়ে পিষে মারল পুলিশের ছেলে
SUV Car Racing: ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি দ্রুতগামী সাদা ক্রেটা গাড়ি দুই পথচারীকে ধাক্কা দেয় এবং তারপর একটি স্কুটারকে ধাক্কা দেয়।

আমদাবাদ: গুজরাতের ভাবনগরে হাড়হিম করা ঘটনা। গুজরাটে এক পুলিশ অফিসারের ছেলের বেপরোয়া গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় আর দু জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।
গুজরাটের ভাবনগর এলাকার ঘটনায় সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে রেসের গাড়ির ধাক্কার ছবি। পুলিশের অভিযোগ হর্ষরাজ জনবহুল ব্যস্ত রাস্তায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন। দ্রুতগতিতে থাকার কারণে নিমেষে গাড়ির নিয়ন্ত্রণ হারান হর্ষ।
এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুইজন ব্যক্তিকে ধাক্কা মারেন। এরপরেই চাকা পিছলে যাওয়ায় একটি স্কুটিতে গিয়ে ধাক্কা মারেন। ধাক্কার অভিঘাতে স্কুটির টায়ার ফেটে যায়। এই ঘটনায় দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় ভার্গব ভাট এবং চম্বোন বাচানি নামে দু জনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত যুবকের বাবা গুজরাট ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্টন্যান্ট সাব ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং বাজুভা গোহিল নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বেপরোয়া গাড়ি চালিয়ে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে হর্ষরাজকে গ্রেফতার করা হয়েছে।






















