এক্সপ্লোর
Advertisement
অতিমারীতে রক্ষাকর্তা করোনা কবচ! দেখে নিন, কেন নেবেন কোভিড স্বাস্থ্য বিমা
এছাড়া আইআরডিএআই-এর ইস্যু করা গাইডলাইন অনুযায়ী করোনার বিরুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থকর্মীদের লড়াইকে স্বীকৃতি দিয়ে বিমা সংস্থাগুলি করোনা কবচ বিমায় তাঁদের ৫ শতাংশ ডিসকাউন্ট দেবে।
নয়াদিল্লি: করোনা অতিমারী দেখা দেওয়ার পর থেকে দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, গতকাল রেকর্ড সংক্রমণ হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৭০,০০০ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৫৪,০০০ ছুঁই ছুঁই।
পরিস্থিতি দেখে করোনা বিমা নিয়ে এসেছে ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা আইআরডিএআই। এই কোভিড স্ট্যান্ডার্ড হেলথ পলিসির নাম তারা রেখেছে করোনা কবচ। ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা নিতে পারেন এই পলিসি। নিজের জন্য, স্বামী বা স্ত্রীর জন্য, বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং ২৫ বছর বয়স পর্যন্ত নির্ভরশীল সন্তানদের জন্য এই পলিসি করা যেতে পারে। এর ফলে যে কোনও সরকার স্বীকৃত করোনা হাসপাতালে আপনি করোনা চিকিৎসা করাতে পারবেন।
এছাড়া যে সব হাসপাতালের সঙ্গে বিমান কোম্পানির চুক্তি রয়েছেন তেমন সব হাসপাতালে পলিসি হোল্ডাররা ক্যাশলেস ফেসিলিটি পাবেন। যদি হাসপাতাল এই সুবিধে দিতে অস্বীকার করে, তবে সংশ্লিষ্ট বিমান কোম্পানির কাছে ওই পলিসি হোল্ডার অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়া আইআরডিএআই-এর ইস্যু করা গাইডলাইন অনুযায়ী করোনার বিরুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থকর্মীদের লড়াইকে স্বীকৃতি দিয়ে বিমা সংস্থাগুলি করোনা কবচ বিমায় তাঁদের ৫ শতাংশ ডিসকাউন্ট দেবে।
আইআরডিএআই সব বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছে, সাধারণ মানুষের জন্য এ বছরের ১ এপ্রিল থেকে আরোগ্য সঞ্জীবনী নামে একটি স্বাস্থ্য বিমা নিয়ে আসতে। সব বিমা সংস্থার ক্ষেত্রেই এই পলিসির শর্ত এক, তবে প্রিমিয়াম রেট বিমা সংস্থাগুলি নিজেরা ঠিক করতে পারবে। এই বিমার মধ্যে করোনাও পড়ছে বলে জানিয়েছে আইআরডিএআই।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
কলকাতা
Advertisement