Bangladesh :'তালিবান, IS এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে',বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর
ABP Ananda LIVE : সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ-হিন্দুদের উপর সাঁড়াশি আক্রমণ। মিছিল শুরুর আগেই ধরপাকড়। কয়েকদিন আগেই তিনি একটা সমাবেশ ডেকেছিলেন। সেখানে হাজির হয়েছিলেন, প্রায় চার লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ। অভিযোগ, তার জেরেই ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে টার্গেট করেছে বাংলাদেশের মৌলবাদীরা। আর সেই চাপের মুখে পড়েই, চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। আর তাই দেড় মাসের পুরনো মামলা টেনে এনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে দেখা করে বেরিয়ে আরও একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি জানান তিনি। এর পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তুলোধনা করেন বিরোধী দলনেতা। একটি ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, সেটা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক মন্ত্রীর। তাঁর বিস্ফোরক মন্তব্যের কথা শুনিয়ে শুভেন্দু পাল্টা সমালোচনায় সরব হন। 'তালিবান, IS এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে', বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর ।