করোনাভাইরাস: বান্ধবীর সঙ্গে দেখা করতে কোয়ারান্টিন থেকে পালাল দুবাই-ফেরত যুবক, পরে আটক
করোনা থোরাই কেয়ার! কোয়ারান্টিন থেকে পালিয়ে সোজা প্রেমিকার বাড়িতে হাজির দুবাই ফেরত প্রেমিক
মাদুরাই: প্রেম না মানে মানা, প্রেম না জানে জমানা! প্রেমিকার সঙ্গে দেখা করতে কোয়ারান্টিন থেকে পালিয়ে গেলেন এক যুবক। পরে তাঁকে ফের পাকড়াও করে পুলিশ। ঘটনাস্থল তামিলনাড়ুর মাদুরাই। খবরে প্রকাশ, সম্প্রতি দুবাই থেকে ফেরেন বছর চব্বিশের ওই যুবক। নিয়ম অনুযায়ী, তাঁকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাখা হয় মাদুরাইয়ের একটি কোয়ারান্টিন সেন্টারে। কিন্তু, রক্ষীদের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে যান বান্ধবীর সঙ্গে দেখা করতে। এদিকে, কোয়ারান্টিনে থাকা কেউ পালিয়ে গিয়েছে, এই খবর চারদিকে চাউর হতেই হুলুস্থুল পড়ে যায় পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে। নিখোঁজ ব্যক্তির তল্লাশি শুরু হয়। অবশেষে শিবগঙ্গা জেলায় বান্ধবীর বাড়ি থেকেই ওই যুবককে আটক করা হয়। জেরায় ওই যুবক স্বীকার করেন, তাঁদের এই সম্পর্কের কথা মেনে নিচ্ছিল না বান্ধবীর পরিবার। তাই তিনি পালিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে যান। কোয়ারান্টিনের নিয়ম ভাঙায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন ওই যুবকের সঙ্গে তাঁর বান্ধবীকেও আইসোলেশনে রাখা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত মঙ্গলবার গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুযায়ী, লকডাউনকে কার্যকর করতে দেশের সর্বত্র সক্রিয় ভূমিকা নেয় প্রশাসন। মোদি জানিয়ে দেন, যদি কেউ লকডাউনকে গুরুত্ব না দেন, তাহলে সেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭২৪। মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৭ জন।