এক্সপ্লোর
Advertisement
রোদ পোহালেই যাবতীয় ভাইরাস দূর! কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি ঘিরে বিতর্ক
সকাল ১১টা থেকে ২টোর মধ্যে ১০ থেকে ১৫ মিনিট রোদ পোহালে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাতে যাবতীয় ভাইরাস দূর হবে। করোনা-আবহে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের দাবি ঘিরে বিতর্ক।
কেউ বলছেন, গোমূত্রে আটকাবে করোনা। কারও দাওয়াই অশ্বগন্ধা। ইন্টারনেটেও ছড়াচ্ছে নানারকম মনগড়া করোনার নিদান। তার বেশিরভাগই অবৈজ্ঞানিক বলে ঘোষণা করেছে হু। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, সবাই যখন গুজব না ছড়ানোর, গুজবে কান না দেওয়ার আর্জি জানাচ্ছেন, তখনই করোনার এক আজব দাওয়াই নিয়ে হাজির কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।
গরম পড়লে নাকি করোনার ক্ষমতা চলে যাবে। আর দাপট দেখাতে পারবে না মারণ ভাইরাস। এমন কথা তো আগেই রটেছিল। যার কোনও বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাননি বিশেষজ্ঞরা। কিছুটা সেই সুরেই গাইলেন অশ্বিণী চৌবে।
বললেন, সকাল ১১টা থেকে ২টোর মধ্যে ১০ থেকে ১৫ মিনিট রোদ পোহালেই বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাতে যাবতীয় ভাইরাস দূর হবে। করোনা-আবহে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের দাবি ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে বিতর্ক।
সূর্যের আলোয় থাকে ভিটামিন ডি। রোদ পোহালে শরীরে ভিটামিন ডি-র বাড়ে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চৌবে জানান, সকালে রোদের আলোয় থাকলেই বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
সোমবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বিবৃতি প্রকাশ করে, তাতে ভিটামিন ডি বা সূর্যের আলোর কোনও উল্লেখ ছিল না। এমনও দাবি করা হয়নি, কোনও ভিটামিন বা সূর্যের আলো, করোনা প্রতি রোধে সক্ষম।
রোদে ভাইরাস দূর হয়, এই বক্তব্যের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, দাবি চিকিৎসকদেরও। স্বাভাবিক ভাবেই, মন্ত্রীর এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement