Corona Rule: কমছে সংক্রমণ হার, দেশের একাধিক রাজ্যে করোনা নিয়ম শিথিল
Covid-19 Rules India: বৃহস্পতিবার মহামারী বিধিনিষেধ পর্যালোচনা করতে বৈঠক করবে বলে জানা গেছে।
নয়া দিল্লি: পাঁচদিন পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৩ লক্ষের নীচে। দেশের একাধিক রাজ্যেও কমেছে সংক্রমণ হার। দিল্লিতে যেমন অনেকটাই কমেছে সংক্রমণ। এই প্রেক্ষাপটে দিল্লির কোভিড মোকাবিলা সংস্থা ডিএমএ বৃহস্পতিবার মহামারী বিধিনিষেধ পর্যালোচনা করতে বৈঠক করবে বলে জানা গেছে। দিল্লিতে রবিবার ৯১৯৭টি কোভিড কেস রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে ইতিবাচক হার ১৩.৩২ শতাংশ এবং সংক্রমণের কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যা কমায় সপ্তাহান্তে কারফিউ তুলে নেওয়ার দাবি উঠেছে রাজধানীতে। আপাতত জোড়-বিজোড় নিয়মে দোকান-পত্র খোলার চেষ্টা করছে আপ এবং বিজেপি সরকারও। দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA) বৃহস্পতিবার বিধিনিষেধ পর্যালোচনা করবে।বৈঠকে সভাপতিত্ব করবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছিলেন যে শহরে কোভিড আক্রান্তের সংখ্যা কমছে এই পরিপ্রেক্ষিতে এবং জনসাধারণের জীবিকা যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করার জন্য নিষেধাজ্ঞাগুলি সহজ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে, কেরলে কিছুটা শিথিল হল করোনা নিয়ম। সেখানে মল এবং মদের আউটলেট অবশ্য খোলা থাকবে বলে জানান হয়েছে। সামাজিক দূরত্ব মেনে স্কুল চালুর ভাবনা রয়েছে। সোমবার অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বলা হয়েছে স্কুলে ৪০ শতাংশের বেশি শিক্ষার্থী কোভিড পজিটিভ হলে স্কুল বন্ধ করার জন্য প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত থিয়েটার, জিম এবং সুইমিং পুলও বন্ধ থাকবে সে রাজ্যে। অনলাইনে ছাড়া সমস্ত ক্লাস সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।
এদিকে, বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটল কর্নাটক সরকার। শুক্রবার রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, এবার থেকে সপ্তাহ শেষে কার্ফুর নিয়ম তুলে নেওয়া হচ্ছে। তবে এখনও রাজ্য জুড়ে নৈশ কার্ফু জারি থাকবে।অন্যদিকে, বিদেশী পর্যটকদের জন্য় নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। বাইরের কোনও দেশ থেকে পর্যটকরা এলে তাদের আজ থেকে সরকারের তরফে আইসোলেশনের ব্যবস্থা আর করা হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, তবে কোনও বিদেশী পর্যটক করোনা পজিটিভ হলে প্রোটোকল মেনে তাকে অবশ্যই হোম আইসোলেশনে থাকতে হবে।