দৈনিক সংক্রমণে রেকর্ড! ২৪-ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত প্রায় ৭০ হাজার
টানা ১৪ দিন আমেরিকা ও ব্রাজিলকে টপকে দৈনিক সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের এক নম্বরে
নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে ভারতে একলাফে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজারের বেশি মানুষ ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। সেইসঙ্গে টানা ১৪ দিন আমেরিকা ও ব্রাজিলকে টপকে দৈনিক সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের এক নম্বরে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৬৫২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৪ হাজার ৫৩১।
এখনও পর্যন্ত করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭৭ জনের। যা গতকালের তুলনায় কম। গতকাল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১ হাজার ৯২ জনের।
এরই মধ্যে সুস্থ হয়েছেন ২০ লক্ষ ৯৬ হাজার ৬৬৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৮ হাজার ৭৯৪। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ৬০ হাজার ৯১। অর্থাত্, দৈনিক সুস্থতার সংখ্যা কমল।
আজও ব্রাজিল ও আমেরিকাকে টপকে দৈনিক সংক্রমণের নিরিখে ভারত বিশ্বে এক নম্বরে। ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৬৫২ জন। সেখানে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ২৯৮। আমেরিকায় একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৪৭।