COVID-19 PM Modi Meet : সামনে ভয়ঙ্কর দিন ? করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও।
নয়াদিল্লি : ভারতের করোনভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi ) বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। ভারত এ পর্যন্ত Omicron এর BF.7 Y ভ্যারিয়েন্টের তিনটি কেস খুঁজে পাওয়া গিয়েছে। গুজরাত থেকে দুটি এবং ওড়িশা থেকে একটি কেসের খবর পাওয়া গিয়েছে।
হাসপাতালে ভর্তির হিড়িক চিনে
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসাস ( Director-General Tedros Adhanom Ghebreyesus )বলেছেন, global health watchdog চিনের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। ডব্লিউএইচও প্রধান বলেন, এজেন্সি রোগের তীব্রতা, হাসপাতালে ভর্তির হিড়িক এবং আইসিইউতে রোগীর ঢল সম্পর্কে বিস্তারিত তথ্য চায়।
কোভিড-১৯-এর ক্রমবর্ধমান
এই পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন বুধবারও। Union Health Minister Mansukh Mandaviya বলেন, '' কিছু দেশে কোভিড-১৯-এর ক্রমবর্ধমান । সেই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছি। কোভিড এখনও শেষ হয়নি। আমি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।”
জিনোম সিকোয়েন্সিং
কেন্দ্র রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্সিং বাড়াতে এবং ভাইরাসের বিস্তার মোকাবেলায় সতর্কতা বাড়াতে বলেছে। চিন এবং অন্যান্য প্রভাবিত দেশ থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে কোভিড টেস্টিং বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “এটি যথাযথ জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে। রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত COVID-19 পজিটিভ কেসের নমুনা জেনম সিকোয়েন্সিং পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং INSACOG নেটওয়ার্কের মাধ্যমে বৈকল্পিকগুলিকে সক্রিয়ভাবে ট্র্যাক করার জন্য, যার ফলে দেশে প্রচারিত নতুন রূপগুলির সময়মত সনাক্তকরণ নিশ্চিত করা হয়েছে।"
আজ স্বাস্থ্য ভবনে বৈঠক
এ রাজ্যে এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসছে কোভিড পরামর্শদাতা কমিটি। রাজ্যের কোভিড পরিস্থিতি কেমন, সংক্রমণ বাড়লে তা মোকাবিল করার কী ব্যবস্থা রয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হবে।
PM Narendra Modi to review the situation related to #COVID19 and related aspects in the country at a high-level meeting today afternoon. pic.twitter.com/26DBWbvtcy
— ANI (@ANI) December 22, 2022
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )