Coronavirus Update: বাড়ল মৃতের সংখ্যা, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১,৭৩৩
মিটিং, মিছিল। জনসভায় উপচে পড়া ভিড় হচ্ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে উঠছে করোনার গ্রাফ
কলকাতা: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৭৩৩। রাজ্যে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু। কলকাতায় একদিনে আক্রান্ত ৫১৩। ২জনের মৃত্যু। হাওড়ায় একদিনে সংক্রমিত ১৫৯। ২জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৩৩১ জন করোনা আক্রান্ত।
বাড়ছে গরম। সেই সঙ্গে ভোট-বঙ্গে চড়ছে রাজনীতির পারদ। মিটিং, মিছিল। জনসভায় উপচে পড়া ভিড় হচ্ছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে উঠছে করোনার গ্রাফ। সাধারণ মানুষ যখন মজে রয়েছেন নির্বাচনে। সভা, মিছিলে থিকথিক করছে ভিড়। তখন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি নিয়ে আশঙ্কার সুর চিকিৎসকদের গলায়। চিকিত্সকদের একটা বড় অংশ বলছে, দেশের বহু জায়গায় করোনার সেকেন্ড ওয়েভ বা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সেই সময় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধি ফের উৎকণ্ঠা বাড়াচ্ছে।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সূত্রের খবর, সেই বৈঠকে, করোনা পরীক্ষা বৃদ্ধি, সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছেন তা খুঁজে বের করা, আইসোলেশনে জোর দেওয়া এবং করোনা বিধি মানার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও, বৈঠকে ভ্যাক্সিনেশন বৃদ্ধি করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবারের তুলনায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ বেশি। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন। করোনায় মৃত্যু হয়েছিল ২ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে দৈনিক সংক্রমণে রেকর্ড। দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন প্রায় সাড়ে ৮১ হাজার মানুষ। রাজ্যেও বাড়ছে সংক্রমণ। একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৭০০ পার, মৃত ৪। ভোট-বঙ্গে সংক্রমণ বৃদ্ধি নিয়ে উৎকণ্ঠায় চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় দেশে ৮১ হাজার ৪৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ছ’মাসে এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। এদিনই হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকরকে। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য ছত্তীসগঢ়ের দুর্গে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে।