COVID-19 Live Updates: জানুয়ারিতে ফের বাড়বে কোভিড? আগামী ৪০ দিনের জন্য সতর্কতা জারি
COVID Situation Live Updates: করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।
LIVE

Background
COVID Live News Updates: আরও কোভিড ভ্যাকসিন, টেস্টিং কিট লাগবে, কেন্দ্রকে চিঠি দেবে বাংলা
পশ্চিমবঙ্গ সরকার বুধবার আরও কোভিড ভ্যাকসিন এবং টেস্টিং কিটগুলির জন্য অনুরোধ করার জন্য কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেজাল ভ্যাকসিনের পাঁচ লক্ষ ডোজ, কোভ্যাক্সিনের এক লক্ষ ডোজ এবং কোভিশিল্ডের ১৫ লক্ষ ডোজ পাঠানোর অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে।
Coronavirus LIVE Updates: বর্ষবরণের আগে কোভিড কড়াকড়ি মুম্বইতে
বর্ষবরণের আগে কোভিড কড়াকড়ি মুম্বইতে। নানা স্থানে চলছে করোনা টেস্ট
COVID Live News Updates: করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক নবান্নর
করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে নবান্ন, জেলাগুলিকে একাধিক নির্দেশ মুখ্যসচিবের
Coronavirus LIVE Updates: 'প্যানিক করার কিছু নেই', বলছেন বিশেষজ্ঞরা
ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে, এত প্যানিক করার কিছু নয়। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা।
COVID Live News Updates: দেশজুড়ে কোভিড আতঙ্ক, দিল্লিতে 'প্রিকশন ডোজ' নেওয়ার হিড়িক
দেশজুড়ে কোভিড আতঙ্ক, দিল্লিতে 'প্রিকশন ডোজ' নেওয়ার হিড়িক। গত এক সপ্তাহে দিল্লিতে এই ডোজ নেওয়ার সংখ্যা বেড়েছে অনেকটাই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
