COVID-19 Live Updates: জানুয়ারিতে ফের বাড়বে কোভিড? আগামী ৪০ দিনের জন্য সতর্কতা জারি
COVID Situation Live Updates: করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।
LIVE
Background
কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা (Novel Coronavirus)। ভয় দেখাচ্ছে, ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট BF.7 (Omicron BF.7)। চিনের পরিস্থিতি দেখে সতর্ক হয়েছে ভারত (COVID Live Updates)। কোভিড চিকিৎসায় ছাড়পত্র দেওয়া হয়েছে নেজাল ভ্যাকসিনকে (Nasal VAccine), অর্থাৎ ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাকে প্রয়োগ করা হবে নেজাল ভ্যাকসিন। দু'টি টিকা হয়ে গিয়েছে যাঁদের, বুস্টার ডোজ হিসেবে তাঁরা নিতে পারবেন এই নেজাল ভ্যাকসিন। তবে ইতিমধ্যেই বুস্টার ডোজ নিয়েছেন যাঁরা, তাঁদের নিতে হবে না (COVID Situation)।
করোনার নেজাল ভ্যাকসিনের দামও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। GST বাদে নেজাল ভ্যাকসিনের দাম পড়বে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতালে টিকা নিতে গেলে GST ও হাসপাতালের খরচ নিয়ে আনুমানিক ১ হাজার টাকা দাম পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কয়েকদিন আগেই দেশের প্রথম নেজাল ভ্যাকসিনে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে নেজাল ভ্যাকসিন। এই ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন আঠেরো ঊর্ধ্বরা।
এ দিকে, কলকাতা পুরসভার বহু স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না করোনার বুস্টার ডোজ। ভ্যাকসিন নিতে গিয়ে ফিরতে হচ্ছে অনেককেই। মঙ্গলবার ১১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।
করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই, কেন্দ্রের নির্দেশ মতো, রাজ্যের ৪০টি হাসপাতালে গতকাল হয় মক ড্রিলও। কলকাতায় প্রস্তুতি তিন হাসপাতালে। হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের সংখ্য়া কত? হাসপাতালে কতজন কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন, এই সব তথ্য আপলোড করতে হবে কেন্দ্রের ওয়েবসাইটে।
COVID Live News Updates: আরও কোভিড ভ্যাকসিন, টেস্টিং কিট লাগবে, কেন্দ্রকে চিঠি দেবে বাংলা
পশ্চিমবঙ্গ সরকার বুধবার আরও কোভিড ভ্যাকসিন এবং টেস্টিং কিটগুলির জন্য অনুরোধ করার জন্য কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেজাল ভ্যাকসিনের পাঁচ লক্ষ ডোজ, কোভ্যাক্সিনের এক লক্ষ ডোজ এবং কোভিশিল্ডের ১৫ লক্ষ ডোজ পাঠানোর অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে।
Coronavirus LIVE Updates: বর্ষবরণের আগে কোভিড কড়াকড়ি মুম্বইতে
বর্ষবরণের আগে কোভিড কড়াকড়ি মুম্বইতে। নানা স্থানে চলছে করোনা টেস্ট
COVID Live News Updates: করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক নবান্নর
করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে নবান্ন, জেলাগুলিকে একাধিক নির্দেশ মুখ্যসচিবের
Coronavirus LIVE Updates: 'প্যানিক করার কিছু নেই', বলছেন বিশেষজ্ঞরা
ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে, এত প্যানিক করার কিছু নয়। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা।
COVID Live News Updates: দেশজুড়ে কোভিড আতঙ্ক, দিল্লিতে 'প্রিকশন ডোজ' নেওয়ার হিড়িক
দেশজুড়ে কোভিড আতঙ্ক, দিল্লিতে 'প্রিকশন ডোজ' নেওয়ার হিড়িক। গত এক সপ্তাহে দিল্লিতে এই ডোজ নেওয়ার সংখ্যা বেড়েছে অনেকটাই।