এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ইংল্যান্ডে ফাইজার করোনা টিকা প্রথম দেওয়া হল ৯১ ছুঁই ছুঁই এই বৃদ্ধাকে
মার্গারেট কিনান এনিসকিলেন এলাকার বাসিন্দা, তিনি বলেছেন, প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করে তিনি গর্বিত।
![ইংল্যান্ডে ফাইজার করোনা টিকা প্রথম দেওয়া হল ৯১ ছুঁই ছুঁই এই বৃদ্ধাকে Covid-19 vaccine: First person receives Pfizer Covid-19 vaccine in UK ইংল্যান্ডে ফাইজার করোনা টিকা প্রথম দেওয়া হল ৯১ ছুঁই ছুঁই এই বৃদ্ধাকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/08204906/corona-vaccine.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: ব্রিটেনে যে গণটিকাকরণ চলছে তার প্রথম প্রয়োগ করা হল ৯০ বছরের এক বৃদ্ধার ওপর। তাঁর নাম মার্গারেট কিনান, সামনের সপ্তাহে ৯১-এ পড়বেন। মার্গারেট বলেছেন, এটাই আগাম জন্মদিনের সেরা উপহার।
ফাইজার/বায়োএনটেক করোনা টিকার যে ৮০০,০০০ ডোজ দেওয়া হবে আগামী কয়েক সপ্তাহে তার প্রথমটি পেয়েছেন মার্গারেট। এ মাসের শেষে ৪০ লাখ টিকা দেওয়া হবে বলে আশা। ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের আগে টিকা দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। প্রশাসনের লক্ষ্য, করোনায় যাঁদের মৃত্যুর আশঙ্কা সব থেকে বেশি, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
মার্গারেট কিনান এনিসকিলেন এলাকার বাসিন্দা, তিনি বলেছেন, প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করে তিনি গর্বিত। তাঁর জন্মদিনের এটাই সেরা আগাম উপহার, এর অর্থ, তিনি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে নতুন বছর উদযাপন করতে পারবেন। এই বছরটা তো একা একা থেকেই কেটে গেল। মার্গারেট বলেছেন, যদি কাউকে এই টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে তাঁর পরামর্শ, নিয়ে নিন। যদি তিনি ৯০-তে পিছপা না হন, অন্যরা পারবেন না কেন।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার করোনা টিকা প্রয়োগ শুরু করেছে ইংল্যান্ড, গত সপ্তাহে রেগুলেটররা এটিতে ছাড়পত্র দিয়েছেন। যদিও এই টিকা কতটা কার্যকর হবে এখনই পরিষ্কার নয়, এটি নেওয়া অত্যাবশ্যকও করা হয়নি। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, তাঁদের দীর্ঘ পথ যেতে হবে তবে যাত্রা তো শুরু করা গেল!
প্রধানমন্ত্রী বরিস জনসন টিকা উদ্ভাবনে হাত লাগানো সব বৈজ্ঞানিককে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষামূলক টিকা প্রয়োগ যাঁদের ওপর হয়েছে সেই সব স্বেচ্ছাসেবক ও যাঁরা নিয়ম মেনে করোনা লড়াইয়ে সাহায্য করছেন তাঁদেরও ধন্যবাদ দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)