Covid vaccination certificate : গুরুত্ব বাড়ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের, কোউইনের মাধ্যমে কীভাবে ভুল সংশোধন করবেন ?
ভ্যাকসিন সার্টিফিকেটে যাতে কোনও ভুল তথ্য না থাকে তার জন্য পদক্ষেপ নিল কেন্দ্র। Co-Win ভ্যাকসিনেশন সার্টিফিকেটে নাম, জন্মের সাল বা লিঙ্গের বিবরণে কোনও তথ্য ভুল থাকলে তা শুধরে নেওয়া যাবে।
নিউ দিল্লি : শুধু ভ্যাকসিনই নয়, এই সংক্রান্ত সংশাপত্রও সমান গুরুত্বপূর্ণ। দেশ-বিদেশে যাতায়াতের ক্ষেত্রে। সার্টিফিকেট দেখিয়েই মিলবে ছাড়পত্র। এই পরিস্থিতিতে ভ্যাকসিন সার্টিফিকেটে যাতে কোনও ভুল তথ্য না থাকে তার জন্য পদক্ষেপ নিল কেন্দ্র। Co-Win ভ্যাকসিনেশন সার্টিফিকেটে নাম, জন্মের সাল বা লিঙ্গের বিবরণে কোনও তথ্য ভুল থাকলে তা শুধরে নেওয়া যাবে। উপভোক্তাদের জন্য এমনই সুযোগ আনল কেন্দ্রীয় সরকার।
আজ আরোগ্য সেতু অ্যাপের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, যদি কোউইন ভ্যাকসিনেশন সার্টিফিকেটে নাম, জন্মের সাল বা লিঙ্গ নিয়ে কোনও অনিচ্ছাকৃত ভুল তথ্য চলে আসে, এখন থেকে তা সংশোধন করতে পারবেন উপভোক্তারা।
সার্টিফিকেটে তথ্য শোধরানোর আবেদন করবেন কীভাবে ?
- Cowin.gov.in-এ আপনার অ্যাকাউন্টে যান
- আপনার অ্যাকাউন্ট ডিটেল্সের মধ্যে "Raise an Issue" নির্বাচন করুন
- সার্টিফিকেটে কী সংশোধন করতে চান তা সিলেক্ট করুন
- নাম, জন্মের সাল এবং লিঙ্গ- এই দুই ফিল্ডের ক্ষেত্রে পরিবর্তনের অনুরোধ জানাতে পারবেন। একবারই পরিবর্তনের অনুমতি দেওয়া হবে।
বিভিন্ন জায়গায় বিধি নিষেধ শিথিল হতে থাকায়, দেশের মধ্যে ভ্যাকসিন সার্টিফিকেট প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টে পরিণত হতে চলেছে। এছাড়া যাঁদের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে দেশের মধ্যে যাতায়াতের সময় RT-PCR পরীক্ষা বাধ্যতামূলকের নির্দেশ তুলে নেওয়ার ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
এছাড়া বিদেশ যাত্রার ক্ষেত্রেও নাম, লিঙ্গ ও জন্মের সাল সহ সঠিক ভ্যাকসিন সার্টিফিকেট এবং অন্যান্য নথি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মস্থল সম্পূর্ণ টিকাকরণের ব্যাপারে জোর দিচ্ছে। এদিকে বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রয়োজনের ভিত্তিতে উপভোক্তার পাসপোর্ট নম্বরের সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেট লিঙ্কের অনুমতির বিষয়ে সম্প্রতি গাইডলাইন জারি করেছে কেন্দ্র। এমনকী এই ধরনের যাত্রীদের ক্ষেত্রে কোভিশিল্ডের দুটি ডোজের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। যে সুবিধা শীঘ্রই কোউইন সিস্টেমে তুলে ধরা হবে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে।