এক্সপ্লোর
Advertisement
Cow Science Exam 2021: গরু নিয়ে সচেতনতা তৈরি করতে গো পরীক্ষার আয়োজন কেন্দ্রের
জানা গিয়েছে, পড়ুয়াদের মধ্যে গরু সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। বল্লভভাই কাঠিরিয়া জানিয়েছেন, চারটি স্তরে ভাগ করা হয়েছে পরীক্ষা।
নয়াদিল্লি: এবার গো বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষার আয়োজন করল রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। আগামী ২৫ ফেব্রুয়ারি এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। সারা দেশে এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। রাষ্ট্রীয় কামধেনু আয়োগ কাউ ওয়েলফেয়ার এই পরীক্ষার ব্যবস্থাপনার দায়িত্বে আছে।
এই পরীক্ষা দেওয়ার জন্য কোনও খরচ করতে হবে না। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া বলেন, হিন্দি এবং ইংরাজি ছাড়াও সারা দেশে ১২টি ভাষায় এই পরীক্ষা হবে। ১০০ টা ছোট প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা।
কেন এই পরীক্ষা?
জানা গিয়েছে, পড়ুয়াদের মধ্যে গরু সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। বল্লভভাই কাঠিরিয়া জানিয়েছেন, চারটি স্তরে ভাগ করা হয়েছে পরীক্ষা। প্রাথমিক স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক স্তর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, দ্বাদশ শ্রেণির পর কলেজ লেভেল, চতুর্থ পর্যায় সাধারণ মানুষদের জন্য। সাংবাদিক বৈঠকে কাঠিরিয়া বলেন, আমরা কামধেনু গৌ বিজ্ঞান প্রচার প্রসার পরীক্ষা শুরু করছি। বিজ্ঞানের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে গরু। ভারতের অর্থনীতির সঙ্গে গরুর যোগ আছে।
সংশ্লিষ্ট মন্ত্রক ইতিমধ্যে সিলেবাস নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে। পাশাপাশি গরু সংক্রান্ত বিষয় আছে এমন সহায়িকা বইও পড়তে বলা হয়েছে। যা পরীক্ষার্থীদের সাহায্য করবে। ওয়েবসাইটে আপলোড করা হবে ব্লগ, ভিডিও, স্টাডি মেটেরিয়াল আপলোড করা হবে। মন্ত্রক জানিয়েছে, এই গোটা প্রক্রিয়ার জন্য অবিরাম পরিশ্রম করেছেন বিজ্ঞানী, গরু পালক, যুব সম্প্রদায়, মহিলারা।
কীভাবে হবে পরীক্ষা ?
আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে, অনলাইনে হবে এই পরীক্ষা। যথেষ্ট বজায় রাখা হবে। সঙ্গে সঙ্গে ফল প্রকাশ হবে রাষ্ট্রীয় কামধেনু আয়োগের ওয়েবসাইটে। দেওয়া হবে সার্টিফিকেট। বিদ্বানদের পুরষ্কৃত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement