(Source: ECI/ABP News/ABP Majha)
CRPF Recruitment 2021: CRPF, ITBP, BSF-এ চাকরির সুযোগ, ২৪৩৯ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে আবেদন করবেন?
এই পদে সিলেকশন হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত চলবে ইন্টারভিউ প্রক্রিয়া।
CRPF Recruitment 2021: সিআরপিএফ-এ চাকরি করতে আগ্রহী? বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হল। CRPF, ITBP, SSB, BSF মিলিয়ে মোট ২৪৩৯টি শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও উপযুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে এই পদে সিলেকশন হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত চলবে ইন্টারভিউ প্রক্রিয়া।
প্রার্থীরা যারা অবিলম্বে আবেদন করতে যান তাঁরা crpf.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত চেক করতে পারবেন। অবসরপ্রাপ্ত সিএপিএফ এবং প্রাক্তন সশস্ত্র বাহিনীর কর্মী পুরুষ ও মহিলা থেকে আবেদন করতে আহ্বান জানান হয়েছে। এই নিয়োগের মাধ্যমে চুক্তিভিত্তিক পদগুলি পূরণ করাই লক্ষ্য কেন্দ্রের। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে হবে বাচাই। আবেদনকারীদের জানান হয়েছে যে তাঁরা নিজেদের প্রস্তুত করার আগে গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা এবং অন্যান্য বিবরণের বিষয়ে বিস্তারিত যাতে দেখে নেন।
কোথায় ক'টি শূন্যপদ রয়েছে?
AR ১৫৬
BSF ৩৬৫
CRPF ১৫৩৭
ITBP ১৩০
SSB ২৫১
ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হওয়ার সময় প্রার্থীদের অবশ্যই প্রাসঙ্গিক নথির মূল এবং ছবির কপি নিয়ে যেতে হবে। এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই সিএপিএফ, এআর এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। যদিও প্রার্থীদের বয়স ৬২ বছরের বেশি হবে না।
কী কী নথি লাগবে?
ইন্টারভিউয়ের দিন অবসর গ্রহণের সার্টিফিকেট, ডিগ্রি, বয়সের প্রমাণ এবং অভিজ্ঞতার শংসাপত্র, সাধারণ কাগজে আবেদন করা পদের নাম এবং ৩টি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি।
এর আগে মেডিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানেও ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগের কথা জানান হয়। ১৩ মে সেই পরীক্ষা নেওয়া হয়েছে। এরপরই ফের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআরপিএফ।