Cyclone Biparjoy Live Updates: গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি
Biparjoy Cyclone Live: ঘূর্ণিঝড় বিপর্যয়ের হালহকিকতের সব দিক। নানা খুঁটিনাটি জানতে চোখ রাখুন এখানে
LIVE
![Cyclone Biparjoy Live Updates: গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি Cyclone Biparjoy Live Updates: গুজরাতে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/b18588aaac6ad88cd2b1a37f3039de701686822269292385_original.jpg)
Background
শুরু হয়েছে মহাতাণ্ডব! ভয়ঙ্কর 'বিপর্যয়'- (cyclone 'Biparjoy' ) এর আগাম সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ ১৫ জুন ল্যান্ডফল হওয়ার কথা ৷ জানা গিয়েছে ঘণ্টায় ১৯৫ কিমি বেগে ঝড় বইতে পারে ঝড়। তীব্র গতিতে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে বলে খবর। এর প্রভাবে দক্ষিণাঞ্চলের রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই গুজরাত উপকূলের গ্রামগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘর-বসতি। প্রায় ৭৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সাইক্লোন বিপর্যয় (cyclone 'Biparjoy' ) । গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচির ( Kutch & Karachi)মধ্যে স্থলে আছড়ে পড়ার আশঙ্কা ঘূর্ণিঝড়টির। ঝড়ের আগে কীভাবে উপকূল থেকে মানুষদের সরিয়ে ফেলা যায় তাই নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন।
কবে ল্যান্ডফল: India Meteorological Department (IMD) গতকাল অর্থাৎ বুধবারই লাল সতর্কতা (red alert )জারি করে। সৌরাষ্ট্রের কচ্ছ উপকূলের জাখাউ বন্দরের উপর দিয়ে ১৫ জুন এই অতি প্রবল ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার কথা। আজ সন্ধ্যাতেই স্থলভাগে আছড়ে পড়ার কথা এটি। আইএমডির পূর্বাভাস অনুযায়ী আজই জুন স্থলভাগে আঘাত হানতে চলেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। সাইক্লোন বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করেছে মহারাষ্ট্রে। আগামী সোমবার থানে, রায়গড়, মুম্বই এবং পালঘর-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায়। এর প্রভাবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Cyclone Biparjoy Live: প্রশাসনের তরফে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিলেও গুজরাতে 'বিপর্যয়'-ক্ষত
গুজরাতে 'বিপর্যয়'-এ প্রচুর ক্ষয়ক্ষতি, তবে প্রশাসনের তরফে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি।
#WATCH | Gujarat | Trees uprooted and hoardings fell in Dwarka, as strong winds hit the district under the impact of #CycloneBiparjoy. pic.twitter.com/VUFFQp56CI
— ANI (@ANI) June 15, 2023
'রাজস্থান 'বিপর্যয়' সঙ্গে মোকাবিলা করার জন্য় তৈরি', বলছেন অশোক গেহলৌত
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত জানিয়েছেন, রাজস্থান 'বিপর্যয়'-এর সঙ্গে মোকাবিলা করার জন্য় তৈরি।
VIDEO | “We are well prepared and are monitoring the situation. We have begun alerting the people of the state to act in accordance with the warning (given by the officials),” says CM Ashok Gehlot on cyclone preparations in Rajasthan. pic.twitter.com/ZRAlAedlon
— Press Trust of India (@PTI_News) June 15, 2023
Cyclone Biparjoy Live: সাইক্লোন 'বিপর্যয়'-এর জেরে বাতিল বহু ট্রেন, ঘোরানো হল গতিপথও
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হল ৯৯টা ট্রেন। এএআই সূত্রে খবর, এছাড়াও ৩৯টি ট্রেনের রাস্তা ঘুরিয়ে ও ছোট করে দেওয়া হয়েছে, নতুনভাবে যাত্রাপথ তৈরি করা হয়েছে ৩৮টি ট্রেনের। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।
Biparjoy Cyclone Live: ৯৯টি ট্রেন বাতিল করল গুজরাত সরকার
ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলায় ৯৯টি ট্রেন বাতিল করল গুজরাত সরকার। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত।
Biparjoy Cyclone Live: প্রস্তুত রাজস্থান, জানালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত
ঘূর্ণিঝড় 'বিপর্যয়' মোকাবিলা করার জন্য প্রস্তুত রাজস্থান, জানালেন মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)