Cyclone Fengal: তামিলনাড়ুতে তুমুল তাণ্ডব ঘূর্ণিঝড় ফেনজালের, মৃত ৩, বন্যা কবলিত একাশিক এলাকা
Cyclone Fengal Updates: তামিলনাড়ুর চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম, কাল্লাকুরিচি এবং তিরুভাল্লুর সহ উত্তরের ৭টি জেলায় ভারী বৃষ্টি হয়েছে
শনিবার রাত থেকেই তুমুল তাণ্ডব চালিয়েছে ফেনজাল। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। মৌসম ভবন সূত্রে খবর, ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
যদিও এই ফেনজালকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়নি। তবে দক্ষিণের রাজ্যগুলিতে এর প্রভাব পড়বে ভাল মতোই সেই পূর্বাভাস ছিলই। তামিলনাড়ুর চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, ভিল্লুপুরম, কাল্লাকুরিচি এবং তিরুভাল্লুর সহ উত্তরের ৭টি জেলায় ভারী বৃষ্টি হয়েছে, সঙ্গী ছিল্ল ঝোড়ো হাওয়ার দাপট। ঘূর্ণিঝড়ের জেরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী ২-৩ দিন।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের জেরে চেন্নাইয়ের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার মধ্যে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে গভীর নিম্নচাপে।
উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। পুদুচেরিতেও ডুবে গিয়েছে নিচু এলাকায়। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। ঝড়ের কথা মাথায় রেখে আগেই তামিলনাড়ু সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্কুল-কলেজ-অফিস বন্ধ রাখার নির্দেশ ছিল শনিবার। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে বাড়ি থেকে কাজের পরামর্শ দিয়েছিল সরকার।
আরও পড়ুন, ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, একাধিক লোকাল-এক্সপ্রেস ট্রেন বাতিল হাওড়া শাখায়
ফেনজাল দুর্বল হলেও এখনই বৃষ্টি থামছে না চেন্নাইয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরালায় ৩ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। উপকূল সংলগ্ন এলাকা থেকে শনিবারই বহু মানুষকে সরিয়ে দিয়েছিল স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় তামিলনাড়ু এবং পুদুচেরিতে একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে