Mamata Digha Visit: বিধ্বস্ত দিঘা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
স্মরণাতীতকালেও দিঘার এমন ভয়াবহ ছবি দেখেনি বাঙালি।
দিঘা: ইয়াসের দাপটে তছনছ দিঘা। শুক্রবার প্রশাসনিক বৈঠক শেষে এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিকরা। দিঘার সৈকত সরণী ঘুরেএরপর সরাসরি সমুদ্র লাগোয়া বাজার এলাকায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু দোকান। সমস্ত দিক খতিয়ে সমস্যা সমাধানের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। যত শীঘ্র সম্ভব এই ক্ষয়ক্ষতি পূরণের কথা বলেছেন তিনি।
স্মরণাতীতকালেও দিঘার এমন ভয়াবহ ছবি দেখেনি বাঙালি। ঘূর্ণিঝড়ের ঝাপটায় লণ্ডভণ্ড সৈকত নগরী। পর্যটক প্রিয় দিঘাকে ঢেলে সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন সবই ধ্বংসস্তূপ। শুক্রবার রিভিউ মিটিং সেরে ফেলেই ওল্ড দিঘার পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। মারাত্মক ক্ষতি হয়েছে অর্থনীতির।
সেই চেনা মাছভাজার দোকান, মুক্তোর জিনিসপত্র, ঘরোয়া আসবাবের দোকান কিংবা সৈকত লাগোয়া পাইস হোটেলগুলোর কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারপাশে। দিঘার মোহনাতেও একই ছবি।দিঘা মোহনার কাছেই সন্দেশপুর গ্রাম। প্রায় দু’শো ঘর মানুষের বাস এখানে। ঘূর্ণিঝড় আসার আগেই সবাই আশ্রয় নেন ত্রাণ শিবিরে। শুক্রবার তাঁদের অনেকেই গ্রামে ফিরেছেন, ফিরে পেয়েছেন ঘরের কঙ্কালটুকু।
শুক্রবার আলাদা আলাদা ভাবে আকাশপথে ইয়াসে’র ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে রাজ্যে ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, সেখানে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ছিলেন না তিনি। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে ১মিনিটের জন্য কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে দিঘায় যান মমতা বন্দ্যোপাধ্যায়, দিঘায় এসে প্রশাসনিক বৈঠক করেন।
দিঘার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপাতত দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নতুন অ্যাকশন প্ল্যান করতে হবে। মাথায় গুরুত্বপূর্ণ লোক রাখতে হবে। আলাপনের নেতৃত্বে কাজ চলবে। ব্রিজ, সেচের কাজ কিছুই না করে সব ফেলে রাখা হয়েছে। গ্রামীণ রাস্তা পথশ্রী প্রকল্পে ঢোকাতে হবে। ৩ বছরের গ্যারান্টির মধ্যে পড়েছে কিনা।
ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার বিভিন্ন জেলা। দুই রাজ্যের দুর্গত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় পৌঁছন তিনি। সেখানেই রিভিউ মিটিং করেন মোদি। কলাইকুণ্ডায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনকড়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।