Voluntary Retirement: গত দশকে আধা সামরিকবাহিনীর ৮১ হাজারের বেশি কর্মী স্বেচ্ছাবসর নিয়েছেন, বলছে তথ্য
আধা সামরিকবাহিনীর ৮১ হাজারের বেশি জওয়ান স্বেচ্ছাবসর নিয়েছেন। গত দশকে সিআরপিএফ, বিএসএফ-এর মতো সংস্থা থেকে অবসর নিয়েছেন তাঁরা।
নয়া দিল্লি : আধা সামরিকবাহিনীর ৮১ হাজারের বেশি জওয়ান স্বেচ্ছাবসর নিয়েছেন। গত দশকে সিআরপিএফ, বিএসএফ-এর মতো সংস্থা থেকে অবসর নিয়েছেন তাঁরা। এর মধ্যে ২০১৭ সালে সবথেকে বেশি স্বেচ্ছাবসর নিয়েছেন। ১১ হাজারের বেশি।
স্বরাষ্ট্র মন্ত্রকের ডেটা অনুযায়ী, ২০১১ থেকে ২০২০ সালের মধ্য়ে নিজেদের সংস্থা থেকে পদত্যাগ করেছেন ১৫ হাজার ৯০৪ জন কর্মী। এর মধ্য়ে ২০১৩ সালে ছিল সর্বোচ্চ। ২ হাজার ৩৩২ জন পদত্যাগ করেছেন ওই সময়ের মধ্যে।
তবে, এই স্বেচ্ছাবসর বা পদত্যাগের পিছনে নির্দিষ্ট কোনও কারণের কথা জানা যায়নি। যদিও বাহিনীর তরফে যে খবর রয়েছে সেই অনুযায়ী, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা এবং কেরিয়ারে ভাল সুযোগ- এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ। মন্ত্রকের এক আধিকারিকের সূত্রে এমনটাই খবর।
এই তথ্য নেওয়া হয়েছে ছয়টি আধা সামরিকবাহিনী থেকে। তালিকায় রয়েছে- সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ ও অসম রাইফেলস। নথি, অনুযায়ী, এই বাহিনী গুলি থেকে ২০১১ সাল থেকে ৮১ হাজার ৭ জন কর্মী স্বেচ্ছাবসর নিয়েছেন।
এর মধ্যে গত দশকে সবথেকে বেশি স্বেচ্ছাবসর নিয়েছেন বিএসএফ সংস্থা থেকে। ৩৬ হাজার ৩৭৮ জন। এর পরেই রয়েছে সিআরপিএফ। এই সংস্থা থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন ২৬ হাজার ১৬৪ জন। সিআইএসএফ থেকে ৬ হাজার ৭০৫ জন, অসম রাইফেলস থেকে ৪ হাজার ৯৭৪ জন, এসএসবি থেকে ৩ হাজার ২৩০ জন এবং আইটিবিপি থেকে ৩ হাজার ১৯৩ জন স্বেচ্ছাবসর বা ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন।
তথ্য অনুযায়ী, গত ১০ বছরে ১৫ হাজার ৯০৪ জন পদত্যাগ করেছেন। এর মধ্যে সিআইএসএফে সর্বাধিক। ৫ হাজার ৮৪৮ জন পদত্যাগ করেছেন। বিএসএফের ৩ হাজার ৮৭৩ জন, সিআরপিএফের ৩ হাজার ৩৬৬ জন, আইটিবিপি-র ১ হাজার ৬৪৮ জন, এসএসবি-র ১ হাজার ৩১ জন এবং অসম রাইফেলসের ১৭৪ জন নিজের নিজের সংস্থা থেকে পদত্যাগ করেছেন।