CBI- ED: প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। একদিকে জামিন পার্থর, অন্যদিকে সন্দীপ-অভিজিতের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একই দিনে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও। বুধবারই রাজ্য়সভায় কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালায় প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছরে ইডি ৯১১টি আর্থিক আর্থিক নয়ছয়ের মামলা করেছে। ২৫৭টি মামলা বিচার প্রক্রিয়ার ধাপে পৌঁছেছে। মাত্র ৪২টি মামলায় ED অভিযুক্তদের দোষী সাব্য়স্ত করতে পেরেছে।
আরও খবর...
সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, এখনই মুক্তি পাচ্ছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।
একই দিনে প্রশ্নের মুখে দুই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, CBI নব্বই দিনেও চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, জামিন পেয়ে গেলেন তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। অন্য়দিকে, নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায়, সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্য়ায়ও।