এক্সপ্লোর
'প্রিয় সুশান্ত, যা কিছু গোপন, তোমার সঙ্গেই চলে গিয়েছে', বার্তা এমএস ধোনি-র সহ অভিনেত্রী ভূমিকা চাওলার, বললেন, 'দোষারোপ নয়, প্রার্থনা করুন'
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর ষড়যন্ত্রের নানা কাহিনি, তত্ত্বের বুনন চলছে সোশ্যাল মিডিয়ায়। স্বজনপোষণ থেকে সম্পর্কের সংকট সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে। এরই মধ্যে ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী বার্তায় ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় সুশান্তের সহ অভিনেত্রী ভূমিকা চাওলা অযথা জল্পনা, অনুমান থেকে বিরত থাকা ও অন্যের দিকে আঙুল না তোলার আর্জি জানালেন।
মুম্বই : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর ষড়যন্ত্রের নানা কাহিনি, তত্ত্বের বুনন চলছে সোশ্যাল মিডিয়ায়। স্বজনপোষণ থেকে সম্পর্কের সংকট সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে। এরই মধ্যে ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী বার্তায় ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় সুশান্তের সহ অভিনেত্রী ভূমিকা চাওলা অযথা জল্পনা, অনুমান থেকে বিরত থাকা ও অন্যের দিকে আঙুল না তোলার আর্জি জানালেন।
তাঁদের সিনেমা থেকে সুশান্তর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ভূমিকা লিখেছেন, প্রিয় সুশান্ত, যেখানেই থাক-তুমি ঈশ্বরের হাতে রয়েছে...এক সপ্তাহ হল তুমি চলে গিয়েছ...কী কারণে তুমি চলে গেলে....সেই গোপনীয়তা তোমার সঙ্গেই চলে গিয়েছে...তা তোমার হৃদয় ও মনের অতল গহীনে ডুবে গিয়েছে.....এ জন্য যাঁরা বেদনাহত, তাঁদের আমি বলতে চাই যে, নিজেকে ও আশেপাশের লোকজনদের ও নিজের যত্ন নেওয়ার মতো কাজে সময় ব্যয় ও প্রার্থনা করুন।
ভূমিকা বলেছেন, প্রচুর কাদা ছোঁড়াছুঁড়ি ও আঙুল তোলার মতো ঘটনা ঘটছে, যা একেবারেই ঠিক নয়। তিনি লিখেছেন, এটা কেন ঘটল, তা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে.. কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে..ক্ষোভ রয়েছে..এর জন্য দায়ী কে... কখনও বলা হচ্ছে, ইন্ডাস্ট্রি করেছে... সম্পর্কের টানাপোড়েনে হয়েছে... এসব চলছে... যে আত্মা চলে গিয়েছে, তাকে শ্রদ্ধা জানাতে হবে..প্রার্থনা করুন-সামনের দিকে তাকান...একে অপরের খেয়াল রাখতে সময় ব্যয় করুন.....। ....ইতিবাচক থাকুন...লোকজনকে দোষারোপ নয়...একে অপরকে শ্রদ্ধা করুন... ইন্ডাস্ট্রিকে নিজের মতো করে এর একটা সমাধান খুঁজতে দিন... তাঁর জন্য় প্রার্থনা করুন।
গত ১৪ জুন সুশান্ত প্রয়াত হয়েছেন। পুলিশ তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করছে। এর মধ্যেই তাঁর পরিবারের লোকজনের বয়ান নথিভূক্ত করেছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও গার্লফ্রেন্ড বলে পরিচিত রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনলাইনে যে আলোচনা চলছে, সে সম্পর্কে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, পেশাগত বিষয়টিও পুলিশ তদন্ত করে দেখবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement