Kishtwar Cloudburst Rain: জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে ৩৮ দেহ উদ্ধার, বাড়তে পারে হতাহতের সংখ্যা
Jammu and Kashmir: বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ জনের। কোনও কোনও সূত্রে আবার বলছে, ইতিমধ্যেই ৪৬ জনের মৃত্যু হয়েছে

কলকাতা: মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিধ্বস্ত হিমাচলের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ভয়াবহ অবস্থা কিস্তওয়ার জেলার। জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে চাসৌতি এলাকায় বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ জনের। কোনও কোনও সূত্রে আবার বলছে, ইতিমধ্যেই ৪৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে ২জন সিআইএসএফ জওয়ান রয়েছেন বলেও জানা যাচ্ছে। এই সময়ে, ওই জায়গায় প্রত্যেক বছর ‘মচৈল মাতা যাত্রা’ হয়। হড়পা বানের পরে সেই যাত্রাও স্থগিত রাখা হয়েছে। তবে এই যাত্রার জন্য বৃহস্পতিবার কিস্তওয়ারে জড়ো হয়েছিলেন বহু পূণ্যার্থী। সেই কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, যে সময়ে ওই জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়, সেখানে ২৫০ জন উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই ১০০ জনের কিছু বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে নিখোঁজ। সেই কারণেই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী ওমর আবদুল্লা আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচী বাতিল করেছেন। স্বাধীনতা দিবস সংক্রান্ত সমস্ত অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনারাও।
#WATCH | J&K: A cloudburst occurred in the upper reaches of Kudara, Bandipora today, triggering flash floods in the area. The local administration, police, and disaster management teams are monitoring the situation. pic.twitter.com/ivxpj4y2BH
— ANI (@ANI) August 14, 2025
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিশতোয়ারের চাশোটি এলাকার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে পুণ্যার্থীদের দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এক উদ্ধারকারীকে দেখা গিয়েছে তিনি কোলে করে নিয়ে যাচ্ছেন একজনকে। বাকিরা আসছে হেঁটেই। ভেঙে গিয়েছে রাস্তাঘাট। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। ঘটনাস্থলে পরিদর্শনে দ্রুত পৌঁছে গিয়েছেন কিশতোয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা এবং এসএসপি নরেশ সিং। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিংয়ের কথা হয়েছে ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মার সঙ্গে। জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর বিধানসচার বিরোধী নেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার থেকে খবর পাওয়ার পরই কিশতোয়ারের ডেপুটি কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন তিনি।























