ডিফেন্স এক্সপো-র পোস্টারে পাক বায়ুসেনার জন্য তৈরি তুরস্কের কপ্টারের ছবি!
প্রথমদিনেই মোদি সরকারের অতি-সাধের এই এক্সপো ঘিরে তৈরি হল বিতর্ক। ছবিতে তুরস্কের তৈরি একটি দুই-আসন বিশিষ্ট ‘টি-১২৯’ অ্যাটাক হেলিকপ্টারকে দেখা গিয়েছে।কপ্টারটি ব্রিটিশ-ইতালীয় কপ্টার নির্মাণকারী সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে পাক বায়ুসেনার জন্য তৈরি করেছে তুরস্কের এরোস্পেস ইন্ডাসট্রিজ।
![ডিফেন্স এক্সপো-র পোস্টারে পাক বায়ুসেনার জন্য তৈরি তুরস্কের কপ্টারের ছবি! Defence Expo: Turkish helicopter for Pakistan on posters showcasing Make in India ডিফেন্স এক্সপো-র পোস্টারে পাক বায়ুসেনার জন্য তৈরি তুরস্কের কপ্টারের ছবি!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/05190014/poster-696x392.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: বুধবার শুরু হয়েছে ভারতের বৃহত্তম প্রতিরক্ষা মেলা ‘ডেফ এক্সপো-২০২০’। কিন্তু, প্রথমদিনেই মোদি সরকারের অতি-সাধের এই এক্সপো ঘিরে তৈরি হল বিতর্ক।
অনুষ্ঠানস্থলের কাছে একটি দৈত্যকার পোস্টারে রয়েছে পাকিস্তানি বায়ুসেনার জন্য তৈরি সামরিক কপ্টারের ছবি, যা ঘিরে শুরু হয়েছে তুমুল চাপানউতোর। ছবিতে তুরস্কের তৈরি একটি দুই-আসন বিশিষ্ট ‘টি-১২৯’ অ্যাটাক হেলিকপ্টারকে দেখা গিয়েছে। ওই কপ্টারটি ব্রিটিশ-ইতালীয় কপ্টার নির্মাণকারী সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে পাক বায়ুসেনার জন্য তৈরি করেছে তুরস্কের এরোস্পেস ইন্ডাসট্রিজ। শুধু তাই নয়, ছবিতে তুরস্কের পতাকাও দেখা গিয়েছে।
এবারের ডিফেন্স এক্সপোতে ‘মেক ইন ইন্ডিয়া’-র ওপর জোর দিচ্ছে কেন্দ্র। সেখানে এক্সপোর সরকারি পোস্টারে এই ভুল ছবির জন্য কেন্দ্র তথা রাজ্য সরকারের মুখ পুড়েছে বলে মনে করা হচ্ছে। এপ্রসঙ্গে এক কর্তা জানান, ওই পোস্টারের দায়িত্বে প্রতিরক্ষামন্ত্রক নয়, ছিল রাজ্য প্রশাসন। ফলত, ওই ভুলের ব্যাখ্যা তারাই দিতে পারবে।
Oh come on. pic.twitter.com/VO8wuhhqOL
— Angad Singh (@zone5aviation) February 4, 2020
এখানেই শেষ নয়। এক্সপোয় আসা বিদেশি অভ্যাগতদের জন্য নির্ধারিত তাঁবুতে চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে। কোথাও অস্থায়ী বাথরুমের মেঝে থেকে বেরিয়ে রয়েছে পেরেক, তো কোথাও অমিল গরম জল। সূত্রের খবর, সর্বক্ষণ গরম জলের ব্যবস্থা করার কথা থাকলেও, দিনের সীমিত সময়ের জন্যই তা দেওয়া হচ্ছে। এমনকী, সেই নির্ধারিত সময়তেও বহুক্ষেত্রে গরম জল মিলছে না। প্রসঙ্গত, ডিফেন্স এক্সপোর জন্য হাজার খানেক বিদেশি অতিথি এসেছেন। লখনউতে এত হোটেলের ব্যবস্থা নেই। তাই শহরের উপকণ্ঠে একটি অস্থায়ী টেন্ট সিটি (তাঁবুর শহর) গড়েছে আদিত্যনাথ প্রশাসন। সেখানেই থাকছেন বিদেশি অভ্যাগতরা। দুবছর অন্তর হওয়া এই অনুষ্ঠানে এবার ১১তম সংস্করণ। এবারের এক্সপো-র থিম ‘ভারত: উদীয়মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী হাব’। ডেফ এক্সপো-২০২০ তে বিদেশি অভ্যাগতদের তালিকায় রয়েছেন ৩৫টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, ৫৪টি দেশের সামরিক প্রধান এবং বিশ্বের প্রথম সারির অস্ত্র প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি ও শিল্পপতিরা। এক হাজারের বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের সম্ভার পেশ করতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)