Earthquake : দুলে উঠল মাটি, থরথর করে কম্পন, ভোরেই ভূমিকম্প দিল্লিতে
National Centre for Seismology জানিয়েছে , সকাল ৬ টায় রিখটার স্কেলে ৩.২ মাত্রার ভূমিকম্প ধরা পড়ে।

নয়াদিল্লি: মঙ্গলবার সকালে কেঁপে উঠল ভারতের রাজধানী। দিল্লি-এনসিআর জুড়ে অনুভূত হয় তীব্র কম্পন। তবে এখনও পর্যন্ত এর জেরে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় ভূকম্পন কেন্দ্র (National Centre for Seismology) জানিয়েছে , সকাল ৬ টায় রিখটার স্কেলে ৩.২ মাত্রার ভূমিকম্প ধরা পড়ে। National Centre for Seismologyর তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফরিদাবাদ। এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। ২৮.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭২.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে কম্পনটি ঘটে।
আগেও এমন ভূমিকম্প
চলতি মাসেই ১০ তারিখে দিল্লি-NCR-এ জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। দিল্লির সঙ্গে কম্পন টের পাওয়া যায় হরিয়ানা, উত্তরপ্রদেশেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। সকাল ৯টা বেজে ৪ মিনিটে কম্পন অনুভূত হয়। সেই ভূমিকম্পে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
বছর শুরুতে জোরালো ভূমিকম্প
এই বছরই ফেব্রুয়ারি মাসে প্রবল ভূকম্পনে কেঁপে ওঠে দিল্লির মাটি। কম্পন অনুভূত হয় দিল্লি-NCR-এ। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪। অনেকের মতে, সেদিন কম্পনের সঙ্গে বিকট এক শব্দও শোনা যায়। বাসিন্দাদের কারও কারও মনে, 'মনে হচ্ছিল যেন মাটিটাই ফেটে যাবে।' সেবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। কম্পনের উৎসস্থল ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে। কম্পনের জেরে উপরে যায় গাছ। কয়েকটি বাড়িতে ঘরে চিড়। মনে করা হয়, উৎসস্থলের গভীরতা কম থাকার জন্যই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে এবং বিকট শব্দ শোনা যায়। এবছর এই নিয়ে বারকয়েক কেঁপে উঠল দিল্লি এবং আশেপাশের এলাকা। চিন্তায় ভূমিকম্প বিশেষজ্ঞরা।






















