দিল্লি বিধানসভা নির্বাচন: অনুরাগের প্রচারে তিনদিন, প্রবেশের চারদিন নিষেধাজ্ঞা জারি কমিশনের
কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে ৭২ ঘণ্টা, অর্থাৎ ৩ দিন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।আরেক বিজেপি সাংসদ প্রবেশ বর্মাকে ৯৬ ঘণ্টা, অর্থাৎ চারদিন নিষিদ্ধ করে কমিশন। শো-কজের যে উত্তর দুই সাংসদ দেন, তাতে কমিশন সন্তুষ্ট না হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি।
নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্য করার জেরে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া থেকে দুই বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর ও প্রবেশ বর্মাকে সাময়িক নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। একদিকে যেমন বিজেপি সাংসদ কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকে ৭২ ঘণ্টা, অর্থাৎ ৩ দিন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একইভাবে, আরেক বিজেপি সাংসদ প্রবেশ বর্মাকে ৯৬ ঘণ্টা, অর্থাৎ চারদিন নিষিদ্ধ করে কমিশন। কমিশনের এক আধিকারিক জানান, দুজনকে তাঁদের মন্তব্যের প্রেক্ষিতে শো-কজ করা হয়েছিল। সেই শো-কজের যে উত্তর দুই সাংসদ দিয়েছেন, তাতে কমিশন সন্তুষ্ট হয়নি। যার জেরে তাঁদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হল। এর আগে, বুধবার অনুরাগ ও প্রবেশের নাম তারকা প্রচারের তালিকা থেকে বাদ দিতে বিজেপিকে নির্দেশ দিয়েছিল কমিশন। পাশাপাশি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এই দুজনকে নোটিশ পাঠানো হয়েছিল। প্রবেশকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু, প্রবেশ তা না করায় সাংসদের ওপর শাস্তির কোপ নেমে এল। সম্প্রতি, নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন অনুরাগ ও প্রবেশ। রিথালায় জনসভায় অনুরাগ উপস্থিত জনগণকে ‘দেশদ্রোহীদের গুলি করে মারা উচিৎ’ স্লোগান তুলতে উস্কানি দেন। অন্যদিকে, বর্মা বলেন, কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল, তাই হচ্ছে দিল্লিতে। শাহিনবাগ আন্দোলনকারীদের আক্রমণ করে তিনি বলেন, এরাই একদিন বাড়ি ঢুকে আপনার মেয়ে-বোনকে ধর্ষণ ও হত্যা করতে পারে।