এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস: 'সূর্যবংশী'-র মুক্তি স্থগিত অনির্দিষ্টকালের জন্য়
সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণের জেরে তাদের ‘প্রিয় দর্শককূলের’ ‘শরীর স্বাস্থ্য ও সুরক্ষা’র কথা মাথায় রেখেই রিলিজ পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেছে সংস্থাটি। ২৪ মার্চ সূর্যবংশীর মুক্তির কথা ছিল।
নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের ছায়া পড়ছে বলিউডে? দিল্লি সরকার আজই ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর সব সিনেমা হল, প্রেক্ষাগৃহের দরজা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দিল্লিতে একাধিক সিনেমা হল থেকে ভাল আয় হয় বলিউডের। ফলে অরবিন্দ কেজরিবালের আজকের সিদ্ধান্ত উদ্বেগে ফেলেছে বলিউডকে। ব্যবসা মার খাওয়ার আশঙ্কা করছে তারা। যাবতীয় ছবির প্রোমোশন, প্রচারমূলক কাজকর্মও বন্ধ রাখতে বলা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য় বেশ কয়েকটি বড় বাজেটের ছবির রিলিজ স্থগিত হয়ে গিয়েছে।
Because our safety always, always comes first. Stay safe and take care of yourself ???????? pic.twitter.com/CnNfMT6Kck
— Akshay Kumar (@akshaykumar) March 12, 2020
এই তালিকায় আছে অক্ষয় কুমারের বহু-প্রতীক্ষিত ছবি সূর্যবংশী। ছবিতে ক্য়ামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগণ, রণবীর সিংহকে। ছবির নির্মাতা সংস্থা রোহিত শেট্টি পিকচার্স বিবৃতি দিয়ে তার মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। কবে সেটি রিলিজ পেতে পারে, কিছুই জানায়নি তারা। সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণের জেরে
তাদের ‘প্রিয় দর্শককূলের’ ‘শরীর স্বাস্থ্য ও সুরক্ষা’র কথা মাথায় রেখেই রিলিজ পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেছে সংস্থাটি। ২৪ মার্চ সূর্যবংশীর মুক্তির কথা ছিল। সংস্থাটি বলেছে, সঠিক সময় হলেই ছবিটি বেরবে। তাদের বিবৃতিটি নিজের ট্যুইটে শেয়ার করেছেন অক্ষয়। বলিউডের বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞ তরন আদর্শ বলেছেন, বলিউডে ছবির রিলিজের দিন ঠিক করা হয় অনেক ভেবেচিন্তে। সূর্যবংশীর মুক্তি পিছিয়ে যাওয়ায় বলিউডের সেই ক্যালেন্ডার ওলটপালট হতে পারে। করোনাভাইরাসের প্রভাব শুধু এখানে নয়, আন্তর্জাতিক বাজারেও পড়বে। আমাদের ছবিগুলি অস্ট্রেলিয়া, ব্রিটেন, ইউরোপে বড় আকারে রিলিজ হয়। সেইসব বাজারে বিরাট ক্ষতি হবে। এটা বড় চিন্তার ব্য়াপার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement