Operation Sindoor: 'ভারত...', 'অপারেশন সিঁদুরের' পর পরই বড় বার্তা ট্রাম্প ঘনিষ্ঠের ; ভাইরাল পোস্ট
Indian Armed Forces: ভারতের সশস্ত্র বাহিনীর 'অপারেশন সিঁদুর' চালানোর খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পরই এই পোস্ট করেন তিনি।

নয়াদিল্লি : ভারতকে কার্যত 'Good Luck' বার্তা ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ এবং অতি-ডানপন্থী কর্মী লওরা লুমারের। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ভারতের 'অপারেশন সিঁদুর' নিয়ে রহস্যময় বার্তা দিয়েছেন তিনি। লওরা লিখেছেন, 'ভারত জিততে চলেছে।' ভারতের সশস্ত্র বাহিনীর 'অপারেশন সিঁদুর' চালানোর খবর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পরই এই পোস্ট করেন তিনি। তাঁর এই পোস্ট এখন ভাইরাল। যাতে লাইক পড়েছে ৩০ হাজারের বেশি এবং পোস্টটি রি-এক্স করা হয়েছে আড়াই হাজারের বেশি। ভিউ- ১৩ লক্ষ। প্রসঙ্গত, এই লওরাকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঘন ঘন ট্রাম্পের সঙ্গে দেখা যেত। কিন্তু, কমলা হ্যারিসের বিরুদ্ধে তাঁর চরম মন্তব্য ট্রাম্পের ভোট প্রচারে নেতিবাচক প্রভাব ফেলে। তার পরই তাঁকে সাইডলাইন করে দেওয়া হয়। তবে, এক্স হ্যান্ডেলে যথেষ্ঠ জনপ্রিয় লওরা। তাঁর ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষর বেশি। সাধারণত, সোশাল মিডিয়া পোস্টে তদন্তমূলক তথ্য পরিবেশন করে থাকেন ট্রাম্প-ঘনিষ্ঠ লওরা।
পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় ভাল সময় কাটাতে গিয়েছিলেন পর্যটকরা। কিন্তু, জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে বেছে বেছে নিরীহ হিন্দু পর্যটকদের খুন করে। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল ভারত। উপযুক্ত জবাব দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিন বাহিনীকে ডেকে জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। তারপর থেকেই চলছিল অপেক্ষার পালা। কবে, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবে ভারত । সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের সশস্ত্র বাহিনী গভীর রাতে সফলভাবে 'অপারেশন সিঁদুর' চালিয়েছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও নিরীহ এই নিশানার শিকার হয়নি বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফে।
এরপর ভারতের ১৫টি শহরকে টার্গেট করে পাকিস্তান। ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট করা হয়েছিল। যদিও পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত। সূত্রের খবর, কাল রাতে ভারতের ১৫টি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। পাকিস্তানের বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। যেগুলি নিরস্ত্র করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সংবাদ সংস্থা এএনআই-কে সূত্র জানিয়েছে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে HARPY ড্রোন ব্যবহার করে ভারত। এরপর ভারতের শহরগুলিকে টার্গেট করা ক্ষেপণাস্ত্র গুলি করে নামাতে ভারত ব্যবহার করে রাশিয়ার তৈরি S-400 ডিফেন্স সিস্টেম। সরকার জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। যা ভারতের কাছে প্রমাণ হিসাবে থাকবে।






















