India-Pakistan Conflict: ‘আমি ক্ষমতা প্রয়োগ না করলে…’, ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের
Donald Trump: হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একবার ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন আবারও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তাঁর হাতে যুদ্ধ থামানোর হাতিয়ার হয়ে উঠেছে বাণিজ্যশুল্ক। তিনি না থাকলে ভারত ও পাকিস্তান আগামী কয়েক বছর ধরে যুদ্ধ চালিয়ে যেত।ট্রাম্পের দাবি, তাঁর কথাতেই দুই দেশ যুদ্ধ থেকে বিরত হয়। (Donald Trump)
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একবার ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমেরিকার জন্য বাণিজ্যশুল্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাণিজ্যশুল্কের জন্যই আমরা শান্তি প্রতিষ্ঠাকারী দেশ। এতে শুধু কোটি কোটি টাকা আয়ই হয় না, আমরা শান্তি প্রতিষ্ঠা করতেও সফল হই।” (India Pakistan Conflict)
ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘বাণিজ্যশুল্কের ক্ষমতা’ প্রয়োগ না করলে এই মুহূর্তে পৃথিবীতে চার-চারটি যুদ্ধ চলত। তাঁকে বলতে শোনা যায়, “যুদ্ধ থামাতে বাণিজ্য়শুল্ককে ব্যবহার করি আমি। ভারত ও পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন! ওরা তো যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। সাতটি বিমান নামানো হয় গুলি করে। মরিয়া ছিল ওরা। বাণিজ্যের উপর সবকিছু নির্ভর করছিল। ঠিক কী বলেছিলাম আমি, তা খোলসা করতে চাই না। কিন্তু যা বলেছিলাম, তা অত্যন্ত কার্যকর ছিল। ওরা থেমে যায়। বাণিজ্যশুল্কের জন্যই। বাণিজ্যের উপর নির্ভর করছিল সবকিছু।” রাশিয়ার থেকে তেল কেনার জন্য দুই দফায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের শুল্ক অনেক কম। তাই তাঁর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
এখনও পর্যন্ত বহুবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তান তাতে সায় জোগালেও, ভারত তৃতীয়পক্ষের হস্তক্ষেপ অস্বীকার করে আসছে বরাবর। ভারত জানিয়েছে, পাকিস্তানের তরফেই প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব আসে। দুই দেশের প্রতিনিধিরা সম্মত হওয়াতেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘটে। এতে তৃতীয় কোনও দেশের কোনও ভূমিকা নেই। কিন্তু তা সত্ত্বেও নিজের দাবিতে অনড় ট্রাম্প। এর আগে, তিনি দাবি করেছিলেন, পাঁচটি বিমান নামানো হয়। এবার যদিও সাতটি বিমান ধ্বংসের কথা বলেছেন তিনি। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা জানায়, ভারত পাকিস্তানের পাঁচটি বিমান নামিয়েছিল।
ভারত ও পাকিস্তানই নয় শুধু, তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি ট্রাম্পের। তাঁর বক্তব্য, "আমার হাতে যদি বাণিজ্য শুল্ক না থাকত, এই মুহূর্তে চার-চারটি যুদ্ধ চলত পৃথিবীতে। হাজার হাজার মানুষ মারা যেতেন।" অতি সম্প্রতি গাজায় যুদ্ধ থামাতে ২০ দফার শান্তিপ্রস্তাবও পেশ করেন ট্রাম্প। কিন্তু সেই প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গাজাকে তিনি আমেরিকার উপনিবেশে পরিণত করতে চাইছেন বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া বলে এসব করছেন, এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।






















