এক্সপ্লোর
Advertisement
অ্য়ালকোহলে হাত পরিষ্কার হলে মদ খেলেও কাত হবে ভাইরাস, পানীয়ের দোকান খুলতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজস্থানের বিধায়কের
সঙ্গোদ এলাকার বিধায়ক কুন্দনপুরের বক্তব্য, লকডাউনের জেরে রাজ্যের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে, অথচ ফুলে ফেঁপে উঠছে বেআইনি ব্যবসাপত্র।
জয়পুর: লকডাউন যত গড়াচ্ছে, তত মদের দোকান খোলার জন্য জমা পড়ছে অনুরোধের পর অনুরোধ। রাজস্থানের কংগ্রেস বিধায়ক ভরত সিংহ কুন্দনপুর তো চিঠিই লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। বক্তব্য সেই পুরনো, মদের দোকান টোকানগুলো এবার খুলে দেওয়া হোক।
সঙ্গোদ এলাকার বিধায়ক কুন্দনপুরের বক্তব্য, লকডাউনের জেরে রাজ্যের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে, অথচ ফুলে ফেঁপে উঠছে বেআইনি ব্যবসাপত্র। সরকারের লাভ কিছুই হচ্ছে না কিন্তু খারাপ মদ খেয়ে মানুষের প্রাণ সংশয় হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার ও সাধারণ মানুষ উভয়ের সাহায্যার্থে মদের দোকানগুলো সত্ত্বর খুলে দিক প্রশাসন। এতেই থেমে না গিয়ে যুক্তিও দিয়েছেন বিধায়ক। তাঁর বক্তব্য, যদি হাতে অ্যালকোহল দিলে করোনাভাইরাস যায়, তবে তো সেই একই যুক্তিতে মদ খেয়ে গলা থেকেও করোনা নির্মূল করা সম্ভব।
দেখুন তাঁর চিঠি
Bharat Singh Kundanpur, Congress MLA from Sangod has written to Rajasthan CM Ashok Gehlot for opening liquor shops in the state. The letter reads, "When #coronavirus can be removed by washing hands with alcohol, then drinking alcohol will surely remove virus from the throat". pic.twitter.com/ToVPomDI1Z
— ANI (@ANI) May 1, 2020
রাজস্থান সরকার অবশ্য বিধায়কের বক্তব্যে কতটা গুরুত্ব দেবে পরিষ্কার নয়। তাঁর সৎ পরামর্শ আসার একদিন আগে দেশি মদের ওপর আবগারি শুল্ক ৩৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তারা। বিয়ার সহ অন্যান্য মদে শুল্ক বেড়েছে ৪৫ শতাংশ পর্যন্ত। রাজস্থানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। অন্তত ২৫৪৮ জনের শরীরে জীবাণু পাওয়া গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement