Dubai Crown Prince Daughter: কন্যাসন্তানের বাবা হলেন দুবাইয়ের যুবরাজ, মেয়ের নাম রাখলেন ‘হিন্দ’
Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum:

নয়াদিল্লি: ফের বাবা হলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ। কন্যাসন্তানে বাবা হলেন তিনি। এই নিয়ে চতুর্থ সন্তান এল তাঁর ঘরে। তবে তাঁর কন্যাসন্তানের নাম নজর কেড়েছে সকলের। শেখ হামদান সদ্যোজাতর নাম রেখেছেন হিন্দ। পুরো নাম, হিন্দ বিন্ত হামদান বিন মহম্মজ আল মখতুম। (Dubai Crown Prince Daughter)
সোশ্যাল মিডিয়ায় কন্যার আগমনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন যুবরাজ হামদান তিনি লেখেন, 'ওহ্ আল্লাহ্, আপনার ভালবাসায় পূর্ণ হোক ওর হৃদয়, মুখে কথা ফুটলে যেন আপনাকেই স্মরণ করে। আপনার আলোয়, আপনার দেখানো পথেই যেন বেড়ে ওঠে ও। ওকে সুস্থ রাখুন, ওকে ভাল রাখুন'। (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum)
এই নিয়ে চতুর্থ বার পিতা হলেন যুবরাজ হামদান। স্ত্রী শেখা শেখা বিন্ত সইদ বিন তানি আল মখতুমের সঙ্গে ২০১৯ সালে বিবাহ হয়। ২০১১ সালে প্রথমে যমজ সন্তান হয় তাঁদের, রশিদ ও শেখা। ২০২৩ সালে ছেলে মহম্মদ জন্ম নেয়। কবিতা ভালবাসেন যুবরাজ হামদান, রোমাঞ্চের প্রতি আকর্ষিত হন।
View this post on Instagram
ইতিহাসে ‘হিন্দ’ শব্দটির যে ব্য়াখ্যা রয়েছে, তা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। এই ‘হিন্দ’ থেকেই ‘হিন্দুস্তান’-এর সৃষ্টি। পারস্য, আরব এবং অন্য দেশ ভারতকে ‘হিন্দুস্তান বলেই উল্লেখ করত। এখনও বহু ক্ষেত্রে তার প্রচলন রয়েছে। তবে আরব দুনিয়াতেও ‘হিন্দ’ শব্দটি বেশ অর্থবহ। দুবাইয়ের যুবরাজ হামদানের মা, রাজা শেখ মহম্মদ বিন রশিদ আল মখতুমের স্ত্রীর নামেও এই শব্দটি রয়েছে। তাঁর নাম, শেখা হিন্দ বিন্ত মখতুম।
আরব দুনিয়ায় ‘হিন্দ’ শব্দটির ঐতিহাসিক, সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। শব্দটির আক্ষরিক অর্থ সাহসিকতা, নেতৃত্বগুণ এবং মর্যাদা। আরব দুনিয়ায় বহু শতক ধরে শব্দটির ব্যবহার চলে আসছে। সেখানে ‘হিন্দ’ শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে শক্তি, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্য। সম্পদ এবং প্রাচুর্যও বোঝানো হয়। কারও মধ্যে উদ্যম, সহনশীলতা এবং সাফল্য দেখতে চাইলে নামকরণ করা হয় ‘হিন্দ’।
প্রাক ইসলামি আরবেও ‘হিন্দ’ নামটির প্রচলন ছিল, আজও রয়েছে। হিন্দ বিন্ত উতবা ইবন রাবিয়ার নামও রাখা হয়েছিল সেই নিরিখেই। তিনি ছিলেন পয়গম্বর মহম্মদের শাশুড়ি।






















