বিজয়া দশমী ও দশেরা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির
টুইটারে দশেরা উৎসবের একটি ভিডিও পোস্ট করে মোদি লেখেন, বিজয়া দশমীর শুভেচ্ছা।

নয়াদিল্লি: দেশবাসীকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দশেরা উৎসবের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, বিজয়া দশমীর শুভেচ্ছা।
विजयादशमी के पावन पर्व पर आप सभी को हार्दिक शुभकामनाएं। Greetings on the auspicious occasion of #VijayaDashami. pic.twitter.com/V0xjMuzUSL
— Narendra Modi (@narendramodi) October 8, 2019
শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। টুইটারে লিখেছেন, বিজয়া দশমীর শুভেচ্ছা।
Greetings to you on the auspicious occasion of Vijaya Dashmi. विजयादशमी के पावन पर्व पर आप सभी को हार्दिक शुभकामनायें!
— Rajnath Singh (@rajnathsingh) October 8, 2019
শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, লোকসভার স্পিকার ওম বিরলা। সেখানে দশেরাকে অশুভ শক্তির ওপর শুভশক্তির জয় বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এটা হল অসত্যের ওপর সত্যের জয়।
Greetings and good wishes to fellow citizens on Dusshera. The festival is a celebration of the victory of good over evil. It inspires us to live by honesty and truthfulness. May the day bring joy and prosperity to the people of the country #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) October 8, 2019
রাষ্ট্রপতির আশা, এই উৎসবের মাধ্যমে গরিব ও বঞ্চিত শ্রেণিদের সাহায্য করতে মানুষ অনুপ্রাণিত হবেন। সন্ধ্যেবেলা দিল্লির দ্বারকায় দশেরা উৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রত্যেক বছর রামলীলা ময়দানে ঘটা করে রাবণ-বধ হয়।






















