Earthquake Near Puri : ভূ-কম্পনের উৎস পুরীর কাছেই সমুদ্রগর্ভে , কেঁপে উঠল বাংলাদেশও
Earthquake : ভূমিকম্পের কেন্দ্র ছিল যথাক্রমে পুরীর খুব কাছেই। কেঁপে উঠল ঢাকাও। আজ কম্পন অরুণাচলেও।
নয়াদিল্লি : সোমবার সকালে কেঁপে উঠল ঢাকা ( Dhka ) ও বাংলাদেশের ( Bangladesh ) বিস্তীর্ণ এলাকা। কম্পনের উৎস পুরী ( Puri ) থেকে কয়েক কিলোমিটার দূরে। বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয় সকাল ৮টা ৩২ মিনিটে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) আরও জানিয়েছে যে এই কম্পনটির উৎস সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে । এনসিএস সূত্র অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল যথাক্রমে পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে ৪২১ কিমি এবং ৪৩৪ কিলোমিটার দূরে। তবে উপকূলীয় এলাকায় বড় ধরনের বন্যা ও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের কারণে সুনামি হতে পারে কি না সে বিষয়ে এনসিএস এখনও কিছু জানায়নি।
আরও পড়ুন :
Antibiotic Overdose : অ্যান্টিবায়োটিক বেশি খেয়ে শরীরের কি কি ক্ষতি?
সংবাদমাধ্যম 'ঢাকা ট্রিবিউন' জানিয়েছে, সকাল ৯টা ৫ মিনিট নাগাদ এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
বাংলাদেশ আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। ভারতের খুব কাছে।
তবে ভূমিকম্পের কারণে বড় ধরনের বিপর্যয়ের কোনও খবর পাওয়া যায়নি। উপকূলীয় এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও সূত্রের খবর। এই ভূমিকম্পের কারণে সুনামি হতে পারে কি না সে বিষয়ে এনসিএস এখনও কিছু জানায়নি।
Earthquake of Magnitude:5.1, Occurred on 05-12-2022, 08:32:55 IST, Lat: 19.14 & Long: 89.79, Depth: 10 Km ,Location: Bay of Bengal, India for more information Download the BhooKamp App https://t.co/urXZwR1TPe @Dr_Mishra1966 @Indiametdept @ndmaindia @PMOIndia @Ravi_MoES pic.twitter.com/FoGypWN6u1
— National Center for Seismology (@NCS_Earthquake) December 5, 2022
অন্যদিকে সোমবার সকালে অরুণাচল প্রদেশের চাংলাং এলাকায়ও ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এনসিএস এর তরফে জানানো হয়, চাংলাংয়ের ৯২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সকাল সাড়ে সাতটার কিছ পরে কম্পন অনুভূত হয়। গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।