Earthquake : ভূমিকম্পের সময় বাতাসে ভাসবে বাড়ি, রক্ষা পাবে লক্ষ লক্ষ প্রাণ, অবাক করা প্রযুক্তি আবিষ্কার
জাপানি কোম্পানি এয়ার ড্যানশিন একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে যার সাহায্যে ভূমিকম্পের সময়ও মানুষ নিরাপদেই থাকবে।

কয়েকদিন আগেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমার। মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। জাপানও ভীষণই ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানেও বারবার মানুষের জীবন বিপর্যস্ত হয়। এবার ভূমিকম্প থেকে বাঁচতে এক অভিনব প্রযুক্তি আবিষ্কার করল জাপান। এমন প্রযুক্তি, যা অবাক করবে সকলকে। জাপানি কোম্পানি এয়ার ড্যানশিন একটি বিশেষ প্রযুক্তি তৈরি করেছে যার সাহায্যে ভূমিকম্পের সময়ও মানুষ নিরাপদেই থাকবে।
এই প্রযুক্তির সাহায্যে, ভূমিকম্পের সময়, বাড়ি বাতাসে উড়ে যাবে। অবাক লাগছে ? না , না, আকাশে উড়ে যাবে না। মাটি থেকে কয়েক সেন্টিমিটার উপরে উঠবে যাবে । তাতে ভূমিকম্পের কোনও প্রভাব পড়বে না। এমন প্রযুক্তিতে ঘর তৈরি করা হবে যে এমনি সময় ভূমিতেই থাকবে ঘর। কিন্তু ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে এটি আগাম সিগন্যাল পাবে। তখনই সক্রিয় হয়ে উঠবে প্রযুক্তি। ঘরটিকে মাটির থেকে কয়েক সেন্টিমিটার উপরে তুলে ধরবে ঘরটি।
এই প্রযুক্তি কীভাবে কাজ করবে ?
যখনই ভূমিকম্প টের পাবে এই প্রযুক্তি , তখনই দ্রুত গতিতে এয়ারব্যাগ ফুলে উঠবে। আর ঘরটি মাটি থেকে কয়েক সেন্টিমিটার উপরে উঠে যাবে। ফলে ঘরের সঙ্গে মাটির সরাসরি সম্পর্ক থাকবে না। এয়ার ড্যানশিন সিস্টেমস ইনকর্পোরেটেডের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি ঘরটিকে প্রায় ৩ সেন্টিমিটার উচ্চতায় তুলে ধরবে। ভূমিকম্পের মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই কাজ করা শুরু করে দেবে এই প্রযুক্তি। ভূমিকম্প বন্ধ হয়ে গেলে, আবার ঘরটি মাটিতে নেমে আসবে।
২০২১ সালেই সফল পরীক্ষা
এই প্রযুক্তিটি ২০২১ সালে একবার পরীক্ষা কর দেখা হয়েছিল। কয়েকটি বাড়ির ভিতরে এই সিস্টেমটি ইনস্টল করা হয়েছিল। ৭.১ মাত্রার ভূমিকম্পেও এই কৌশলটি সফলভাবে কাজ করে। যেসব বাড়িতে এই কৌশল ব্যবহার করা হয়েছিল, সেগুলোর কোনও ক্ষতি হয়নি।
জাপানে ভয়াবহ ভূমিকম্পের সতর্কতা
মায়ানমারে সাম্প্রতিক ভূমিকম্প হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে । অনেকের মনেই ভয় ধরিয়ে দিয়েছে। বিশেষজ্জাঞদের ধারণা, ভূমিকম্পপ্রবণ জাপানে আবার ভূমিকম্প হতে পারে। জাপান সরকার একটি প্রতিবেদন জারি করে সতর্ক করেছে। এর ফলে ব্যাপক সুনামিও আসতে পারে। এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তবে এই প্রযুক্তি সেই ভয়ঙ্কর বিপদ থেকে জাপানকে রক্ষা করতে পারে।






















