Bhopal News: মাঝরাতে হঠাৎ সুখটানের ইচ্ছে, বিড়ি ধরাতে জ্বালিয়েছিলেন গ্যাস, মর্মান্তিক পরিণতি হল বৃদ্ধের
Lighting Beedi from Gas Stove: মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা।

ভোপাল: গ্যাস ওভেনে বিড়ি ধরাতে গিয়েছিলেন। মর্মান্তিক পরিণতি হল বৃদ্ধের। আগুন ধরে গেল গোটা রান্নাঘরে। আর সেই আগুনে ঝলসে গেলেন ওই বৃদ্ধি। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বটে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। এত ভয়ঙ্কর ভাবে পড়ে যান তিনি যে তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। (Bhopal News)
মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা। বাড়ির রান্নাঘরে পুড়ে মৃত্য়ু হয়েছে ৬০ বছরের এক বৃদ্ধের। জানা গিয়েছে, রাতে হঠাৎই বিড়িতে সুখটান দিতে মন চায় ওই বৃদ্ধের। হাতের কাছে কিছু না পেয়ে গ্যাসের ওভেন অন করে বিড়ি জ্বালাতে যান। আর তাতেই বিপত্তি ঘটে। (Lighting Beedi from Gas Stove)
জানা গিয়েছে, বিড়ি ধরানোর জন্য দেশলাই খুঁজছিলেন ওই বৃদ্ধ। কিন্তু হাতের কাছে পাননি। শেষে রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনে বিড়ি ধরানোর ভাবনা আসে মাথায়। সেই মতো রান্নাঘরে গিয়ে গ্যাস বার্নার অন করেন। কিন্তু জ্বালানোর জন্য লাইটার খুঁজে পাচ্ছিলেন না।
এদিক ওদিক লাইটার খুঁজতে থাকেন ওই বৃদ্ধ। গ্যাসের বার্নার যে অন করে রেখেছেন, তা বেমালুম ভুলে যান। ফলে তত ক্ষণে গ্যাসে ভরে যায় রান্নাঘর। বেশ কিছু ক্ষণ পর লাইটার হাতে পান তিনি। সেটি দিয়ে যেই না আগুন জ্বালাতে যান গোটা রান্নাঘরে আগুন ধরে যায়।
কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ওই বৃদ্ধকে। মুহূর্তের মধ্যে আগুন এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে রান্নাঘর থেকে বেরোতেও পারেননি ওই বৃদ্ধ। গোটা শরীর পুড়ে যায় তাঁর। সেই অবস্থায় বিস্ফোরণের শব্দ পান বাড়ির লোকজন। ঘুম ভেঙে যায় তাঁদের। বৃদ্ধের দুই ছেলে রান্নাঘরে ছুটে এসে বাবাকে ওই অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু এতটাই পুড়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ, চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।
আগুনে দগ্ধ হয়ে এমন পর পর মৃত্যুর ঘটনা সামনে আসছে। অতি সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে মশা মারার ধূপ জ্বালিয়ে রাতে ঘুমাচ্ছিলেন দুই ভাই। মশা মারার ওই ধূপ থেকেই ঘরে আগুন ধরে যায়। সেই আগুনে ঝলসে দুই ভাইয়েরই মৃ্ত্যু হয়। কিছুদিন আগে দিল্লি সংলগ্ন এলাকায় দুই খাবার বিক্রেতারও মর্মান্তিক পরিণতি হয়। ছোলা সেদ্ধ করতে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। আগুনে পুড়তে পুড়তে একসময় বিষাক্ত ধোঁয়ায় ঘর ভরে যায়, তাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তাঁরা।






















