Election Commission: রাজনৈতিক দলের তালিকায় কাটছাঁট, বিহারের ১৭টি, বাংলার ৭টি পার্টিকে বাদ দিল নির্বাচন কমিশন, ভোটের আগে সিদ্ধান্ত
Election Commission Delists Parties: যে ৩৩৪টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, দেশের কোথাও তাদের দলীয় কার্যালয় থাকা চলবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নয়াদিল্লি: রাজনৈতিক দল হিসেবে নাম নথিভুক্ত ছিল। কিন্তু রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। দেশের এমন ৩৩৪টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল জাতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে, ২০১৯ সালে থেকে গত ছ’বছরে একটি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার শর্তপূরণ করতে পারেনি ওই দলগুলি। তাই তাদের নথিভুক্তি বাতিল করা হল। (Election Commission Delists Parties)
যে ৩৩৪টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, দেশের কোথাও তাদের দলীয় কার্যালয় থাকা চলবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ৩৩৪টি দলকে Registered Unrecognised Political Parties (RUPP) বলে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলি। (Election Commission)
নির্বাচন কমিশন যে ৩৩৪টি দলকে তালিকা থেকে বাদ দিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের সাতটি দলও রয়েছে, ১) অল ইন্ডিয়া তফসিলি ইউনিইটেড পার্টি, ২) বঞ্চিত স্বরাজ পার্টি, ৩) বাংলা বিকাশবাদী কংগ্রেস, ৪) ভারতীয় নিউ ডেমোক্র্যাটিক পার্টি, ৫) ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র), ৬) ইন্ডিয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেস, ৭) ইন্ডিয়ান পিপল’স ফরওয়ার্ড ব্লক। ভোটমুখী বিহারের ১৭টি রাজনৈতিক দলের নাম বাদ গিয়েছে তালিকা থেকে, ১) ভারতীয় ব্যাকওয়ার্ড পার্টি, ২) ভারতীয় সুরাজ দল, ৩) ভারতী যুব পার্টি (ডেমোক্র্যাটিক), ৪) ভারতীয় জনতন্ত্র সনাতন দল, ৫) বিহার জনতা পার্টি, ৬) দেশি কিসান পার্টি, ৭) গাঁধী প্রকাশ পার্টি, ৮) হমদর্দি জনরক্ষক সমাজবাদী বিকাশ পার্টি (জনসেবক), ৯) ক্রান্তিকারী সাম্যবাদী পার্টি, ১০) ক্রান্তিকারী বিকাশ দল, ১১) লোক আওয়াজ দল, ১২) লোকতান্ত্রিক সমতা দল, ১৩) ন্যাশনাল জনতা পার্টি (ইন্ডিয়ান), ১৪) রাষ্ট্রবাদী জন কংগ্রেস, ১৫) রাষ্ট্রবাদী সর্বোদয় পার্টি, ১৬) সর্বজন কল্যাণ লোকতান্ত্রিক পার্টি, ১৭) ব্যবসায়ী কিসান অল্পসংখ্যক মোর্চা।
আর যে যে দলের নাম বাদ গেল, তার পূর্ণাঙ্গ তালিকা রয়েছে কমিশনের ওয়েবসাইটে- https://www.eci.gov.in/list-of-political-parties.
রাজনৈতিক দলের স্বীকৃতি না পেলেও, নির্বাচন কমিশনের তালিকায় মোট নথিভুক্ত দলের সংখ্যা ছিল ২৮৫৪। ৩৩৪টি দলকে বাদ দেওয়ায় সেই সংখ্যা কমে ২৫২০ হল। এই মুহূর্তে দেশে ছয়টি সর্বভারতীয় রাজনৈতিক দল রয়েছে, আঞ্চলিক দলের সংখ্যা ৬৭টি।
The Election Commission of India has delisted 334 Registered Unrecognized Political Parties (RUPPs) for failing to contest elections for over six years and not complying with mandatory disclosure norms under Section 29A of the RP Act, 1951. pic.twitter.com/hwyssYOGcw
— Press Trust of India (@PTI_News) August 9, 2025
চলতি বছরের জুন মাসেই তালিকায় কাটছাঁট শুরু করে নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে ৩৪৫টি রাজনৈতিক দলের অস্তিত্ব নিয়ে কাটাছেঁড়া শুরু হয়, যার মধ্যে ৩৩৪টি দলকে বাদ দেওয়া হল তালিকা থেকে। ২০০১ সাল থেকেযোগ্যতার মাপপাঠি না পূরণ করতে পারায়, ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত তিন-চার বার তালিকায় সংশোধন ঘটানো হয়েছে।
কোনও রাজনৈতিক দলের স্বীকৃতি কেড়ে নেওয়ার ক্ষমতা কমিশনের নেই বলে এর আগে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তাদের এই পদক্ষেপ আইনত বৈধ নয় বলে জানানো হয় সেই সময়। কিন্তু অন্য উপায় বের করেছে কমিশন। কমিশনের এক প্রাক্তন আধিকারিক জানিয়েছেন, স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় না গিয়েও তালিকা থেকে বাদ পড়া দলকে পুনরায় তালিভুক্ত করা যেতে পারে। কিছু এমন দলের বিরুদ্ধে অতীতে আর্থিক তছরুপ এবং করফাঁকির অভিযোগ উঠেছিল।
Cleaning up the Electoral System: ECI Delists 334 RUPPs
— Election Commission of India (@ECISVEEP) August 9, 2025
Read in detail: https://t.co/qlam3VRcBX pic.twitter.com/hbZDF2fnDZ
জাতীয় হোক বা আঞ্চবিক অথবা স্বীকৃতিহীন, ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের অনুচ্ছেদ ২৯এ আইনের আওতায়, দেশের সমস্ত রাজনৈতিক দলকে কমিশনের কাছে নাম নথিভুক্ত করাতে হয়। কোনো সংগঠন বা দল একবার তালিকাভুক্ত হলে কিছু সুযোগ সুবিধা পায় তারা, যার মধ্যে করছাড়ও রয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। কারণ তালিকা থেকে নাম বাদ যাওয়া দলগুলি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।






















