এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
‘কৃষকদের যন্ত্রণা’ সহ্য করতে না পেরে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এই শিখ গুরু, রেখে গেলেন সুইসাইড নোট
শিরোমণি অকালি দলের মুখপাত্র ও দিল্লি শিখ গুরদ্বার ম্যানেজমেন্ট কমিটি সভাপতি মনজিন্দর সিংহ সিরসা এই মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন, কৃষকদের অনুরোধ করেছেন সংযম বজায় রাখতে।
নয়াদিল্লি: কৃষক আন্দোলনের সমর্থনে এক শিখ গুরু গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। দিল্লির সিঙ্ঘু সীমানার কাছে, যেখানে কৃষক আন্দোলন চলছে, সেখানে এই ঘটনা ঘটেছে। শোনা যাচ্ছে, তিনি একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন, তাতে লিখেছেন, কৃষকদের যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছেন না। পঞ্জাবিতে লেখা এই নোটটি পুলিশ যাচাই করে দেখছে।
মৃতের নাম সন্ত রাম সিংহ, বয়স পঁয়ষট্টি। কার্নালের বাসিন্দা এই ব্যক্তি নিজেকে গুলি করেছেন বলে দাবি করেছে সোনিপাত পুলিশ। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবারের বয়ান নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সুইসাইড নোটে রাম সিংহ লিখেছেন, নিজেদের অধিকারের জন্য লড়াই করা কৃষকদের যন্ত্রণা আমি দেখেছি। সরকার কৃষকদের ন্যায় দিচ্ছে না, আমার খারাপ লাগছে। এটা অপরাধ। অত্যাচার করা ও অত্যাচার সহ্য করা দুটোই অপরাধ।
শিরোমণি অকালি দলের মুখপাত্র ও দিল্লি শিখ গুরদ্বার ম্যানেজমেন্ট কমিটি সভাপতি মনজিন্দর সিংহ সিরসা এই মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন, কৃষকদের অনুরোধ করেছেন সংযম বজায় রাখতে। পঞ্জাব, হরিয়ানা এবং অন্যান্য কয়েকটি রাজ্যের কয়েকহাজার কৃষক গত ৩ সপ্তাহ ধরে দিল্লি সীমানায় বিক্ষোভ আন্দোলন করছেন। কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি করছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement