Omicron: ওমিক্রনের নতুন প্রজাতি মিলল ভারতে, ইতিমধ্যেই আক্রান্ত একাধিক
Omicron New Variant: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের তিনহাজার ছুঁইছুঁই।
মুম্বই: ভারতে এই প্রথম কোভিডের (Covid) ওমিক্রনের (Omicron) দুই উপপ্রজাতির (Subvariant) খোঁজ পাওয়া গেল। B.A.4 এবং B.A.5 এই দুই উপপ্রজাতির সন্ধান পাওয়া গেল মহারাষ্ট্রে (Maharashtra)। শনিবারই সে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এ তথ্য জানান হয়েছে। এও জানা গিয়েছে যে মোট সাতজনের দেহে মিলেছে নয়া দুই সাব ভ্যারিয়েন্ট।
স্বাস্থ্য বিভাগের একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন যে এই উপপ্রজাতি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। ওমিক্রনের নতুন কিছু প্রজাতি দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের কিছু অংশে পাওয়া গেছে। গত সপ্তাহে, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় এই ধরনের প্রজাতি দেখা গিয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে স্বাস্থ্য বিভাগের আধিকারিক জানিয়েছেন, "পুরো জিনোম সিকোয়েন্সিং ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এই রিসার্চ করেছেন। সাতজন রোগীকে পুনে থেকে শনাক্ত করা হয়েছে।"
আরও পড়ুন, বিশেষভাবে সক্ষম শিশুকে প্লেনে উঠতে দিতে বাধা! লক্ষাধিক টাকার জরিমানা ইন্ডিগোকে
এও বলেন, "এঁদের মধ্যে ছ'জন সকলেই দুটি ডোজ নিয়েছিলেন। একজনের বুস্টার ডোজও নেওয়া ছিল। তাদের সকলেরই কোভিড -১৯ এর হালকা লক্ষণ ছিল। হোম আইসোলেশনে সফলভাবে চিকিৎসা করা গিয়েছে। এঁদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকা এবং বেলজিয়াম থেকে ঘুরে এসেছিলেন। অন্য তিনজন কেরালা এবং কর্ণাটকে ঘুরে এসেছেন সম্প্রতি। ২০২১ সালে ডেল্টার প্রকোপে দেশে ভয়াবহ আকার নিয়েছিল করোনা।
অন্যদিকে, দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের তিনহাজার ছুঁইছুঁই। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৮৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৪৩।