এক্সপ্লোর
Advertisement
টানা ১৮ দিন মূল্যবৃদ্ধি, দিল্লিতে পেট্রোলকে ছাপিয়ে গেল ডিজেলের দাম
ডিজেল যেহেতু গণপরিবহণের জ্বালানি, তাই এর ওপর কর কম চাপানো হয়
নয়াদিল্লি: এই প্রথম। দেশে পেট্রোলের দামকে ছাপিয়ে গেল ডিজেল। এদিন ধরে টানা ১৮দিন বাড়ল ডিজেলের মূল্য। তবে, ১৭ দিন বৃদ্ধির পর এদিন পেট্রোলের দাম বাড়েনি। ডিজেলের দাম লিটারপ্রতি ৪৮ পয়সা বেড়েছে। দিল্লিতে এদিন ডিজেলের দাম লিটার প্রতি ৭৯.৮৮ টাকা। অন্যদিকে, পেট্রোলের দাম ৭৯.৭৬ টাকা।
সাধারণত, বিশ্ববাজারে, পেট্রোলের থেকে বেশি দাম ডিজেলের। কারণ, এই জ্বালানি উৎপাদনের খরচ বেশি। তবে, ভারতে, বিগত কয়েক যুগ ধরেই ডিজেলের দাম পেট্রোলের তুলনায় কম। কারণ, ডিজেল যেহেতু গণপরিবহণের জ্বালানি, তাই এর ওপর কর কম চাপানো হয়।
তবে, উল্লেখযোগ্যভাবে, ভারতেও পেট্রোলের তুলনায় ডিজেলের বেস প্রাইস বেশি। কিন্তু, কর চাপানোর পর, পেট্রোলের খুচরো মূল্য বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement