US CIA News: ‘পারভেজ মুশারফকে নিয়ে নিয়েছিল আমেরিকা, পরিবর্তে পাকিস্তানের পরমাণু শক্তির নিয়ন্ত্রণ পায় পেন্টাগন’, দাবি প্রাক্তন CIA অফিসারের
Pervez Musharraf News: বিদেশনীতি নিয়ে আমেরিকা ‘দ্বিচারিতা’ করে বলে মত কিরিয়াকুর।

নয়াদিল্লি: আমেরিকা ও পাকিস্তানের দ্বিপা৭িক সম্পর্ক নিয়ে চাঞ্চল্য়কর তথ্য়। আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র প্রাক্তন আধিকারিক জন কিরিয়াকু সেই নিয়ে মুখ খুললেন। তাঁর দাবি, কোটি কোটি টাকার বিনিময়ে পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে ‘কিনে নেয়’ আমেরিকা। এর পরিবর্তে, মুশারফ আমেরিকার হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিলেন। (Pervez Musharraf News)
দীর্ঘ ১৫ বছর CIA-তে কর্মরত ছিলেন কিরিয়াকু। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ওসামা বিন লাদেন থেকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক একাধিক বিষয়ে মুখ খুলেছেন তিনি, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতেও। একের পর এক বিস্ফোরক দাবি সামনে এসেছে। (US CIA News)
বিদেশনীতি নিয়ে আমেরিকা ‘দ্বিচারিতা’ করে বলে মত কিরিয়াকুর। নিজের স্বার্থ বজায় রাখতে আমেরিকা গণতান্ত্রিক মূল্যবোধের বিসর্জন দিতে দ্বিধা করে না, ‘স্বৈরাচারী’ শাসকের সঙ্গেও হেসেখেলে কাজ করে বলে মত তাঁর। তাঁকে বলতে শোনা যায়, “পাকিস্তানের সঙ্গে ভাল সম্পর্ক ছিল আমাদের। জেনারেল পারভেজ মুশারফ সেই সময় ক্ষমতায় ছিলেন। সত্যি বলতে কী আমেরিকা স্বৈরাচারী শাসকদের সঙ্গে কাজ করতে ভালবাসে আমেরিকা। এতে মানুষের মতামত নিয়ে চিন্তা করতে হয় না, পরোয়া করতে হয় না সংবাদমাধ্যমকে। আমরা তাই মুশারফকে কিনে নিয়েছিলাম। আমি যখন পাকিস্তানে মোতায়েন ছিলাম ২০০২ সালে, জানতে পারি, পেন্টাগন পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করে। মুশারফই নিয়ন্ত্রণ তুলে দিয়েছিলেন। উনিও ভীত ছিলেন যে, পরমাণু অস্ত্র বেহাত হয়ে যেতে পারে।”
অর্থের বিনিময়ে মুশারফ তাঁদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন বলে দাবি কিরিয়াকুর। তাঁর বক্তব্য, “অনুদান হিসেবে মিলিয়ন-মিলিয়ন ডলার দিই আমরা, সামরিক অনুদান, অর্থবৈতিক উন্নয়নের অনুদান। নিয়মিত বৈঠক হতো মুশারফের সঙ্গে, সপ্তাহে বেশ কয়েক বার। উনি আমাদের যা ইচ্ছে করতে দিতেন। কিন্তু ওঁকেও অন্য লোকের সঙ্গে ডিল করতে হতো। পাকিস্তানি সেনাকে খুশি করতে হতো ওঁকে। আমেরিকার সন্ত্রাস দমন অভিযানে যুক্ত থাকার ভান করতেন। বরং ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতেন।”
🚨 BOMBSHELL: US took control of Pakistan’s nukes after 9/11 - Ex-CIA officer
— REACH 🇮🇳 (UK) Chapter (@reachind_uk) October 25, 2025
US effectively controlled Pakistan’s nuclear arsenal in 2002 under then-President Pervez Musharraf, said Former CIA officer John Kiriakou.
🗣“The Pentagon controlled the Pakistani nuclear arsenal…… pic.twitter.com/OYt7usjZ96
কিরিয়াকু জানিয়েছেন, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানকে শেষ করে দিতে চেয়েছিল CIA. কিন্তু সৌদি আরবের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য, “ইজরায়েলের মতো আচরণ করলে, আমরা ওঁকে মেরে ফেলতে পারতাম। খুব সহজ ছিল ওঁর নাগাল পাওয়া। কিন্তু সৌদি আরব আপত্তি করছিল।” নিজেদের পরমাণু শক্তিধর করে তুলতেই সৌদি বাধা দেয় কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কিরিয়াকু।
কিরিয়াকুর এই দাবি নিয়ে আমেরিকার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। তবে কিরিয়াকু নিজেই বিতর্কিত চরিত্র। CIA-র জেরার পদ্ধতির পর্দাফাঁস করে জেলেও যেতে হয় তাঁকে।






















