Sonia Gandhi : চলতি বছরে দ্বিতীয়বার, হাসপাতালে ভর্তি সনিয়া
Sonia Second Time in Hospital : গত জানুয়ারি মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল...
নয়াদিল্লি : হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী (Sonia Gandhi)। নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ব্রঙ্কাইটিসের (Bronchitis) সমস্যা রয়েছে তাঁর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। আবার জ্বরের কথাও শোনা যাচ্ছে।
এক বিবৃতিতে হাসপাতালের তরফে বলা হয়েছে, এখন স্থিতিশীল রয়েছেন ৭৬-এর সনিয়া। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান হাসপাতালেরই এক মুখপাত্র। চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র কন্সালট্যান্ট অরূপ বসুর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। জ্বর রয়েছে।
অসুস্থ হয়ে হাসপাতালে গত জানুয়ারিতেও-
এর আগে গত জানুয়ারি মাসেও কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে এই হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। সেবার পিটিআই সূত্রে জানা গিয়েছিল, শ্বাসনালীতে সংক্রমণে হয়েছে সনিয়ার। তাঁর অসুস্থতার খবর পেয়ে ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটেই দিল্লি ফিরে আসেন পুত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা।
স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান অজয় স্বরূপ জানিয়েছিলেন, সনিয়া গান্ধীকে চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। শ্বাসনালীতে ভাইরাল সংক্রমণের চিকিৎসা করা হয় তাঁর।
গত বছর করোনায় আক্রান্ত হন সনিয়া। তার পর থেকে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কয়েক মাস আগে ঘাড়ের চিকিৎসায় বিদেশ গিয়েছিলেন তিনি। তবে, অসুস্থতা সত্ত্বেও কর্ণাটকের মাণ্ড্যতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দেন।
এদিকে সম্প্রতি রাজনীতি থেকে অবসর নেওয়ার জল্পনা উস্কে দিয়েছেন তিনি। ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুরে কংগ্রেসের (Congress) পূর্ণাঙ্গ অধিবেশন বসে দিনকয়েক আগে। দলের নেত্রী হিসেবে অধিবেশনের দ্বিতীয় দিনে সেখানে উপস্থিত ছিলেন সনিয়া। প্রায় ১৫ হাজার কংগ্রেস কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন তিনি। আর সেখানেই রাজনীতি থেকে অবসরের জল্পনা উস্কে দেন। ওই সভায় সনিয়া বলেন, "ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) দিয়েই ইনিংস শেষ হল, এটাই আমার কাছে তৃপ্তির। এই যাত্রা আমনাদের সন্ধি ক্ষণে এনে ফেলেছে। এই যাত্রা প্রমাণ করে দিয়েছে, ভারতবাসী সর্বতো ভাবে সম্প্রীতি, সহিষ্ণুতা এবং সমানাধিকারের পক্ষে। এই যাত্রা দল এবং তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেকার কথোপকথনের রেওয়াজকে ফিরিয়ে আনল। বোঝাতে পারলাম, কংগ্রেস আজও মানুষে পাশে রয়েছে, আজও তাঁদের জন্য লড়াই করতে প্রস্তুত। "যাত্রায় যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে অভিনন্দন।"
আরও পড়ুন ; 'ভারত জোড়োয় আমার যাত্রা শেষ', রাজনীতি থেকে বিদায়ের পথে! জল্পনা উস্কে দিলেন সনিয়া