Manmohan Singh Hospitalised: শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লি এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ
Manmohan Singh Hospitalised: দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে যে হৃদযন্ত্রের সমস্যার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
নয়াদিল্লিঃ শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে যে হৃদযন্ত্রের সমস্যার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এইমসের চিকিৎসক নীতীশ নায়েকের তত্ত্বাবধানে রয়েছেন মনমোহন সিংহ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে ৮৮ বছর বয়সি এই প্রবীণ নেতার শরীরে সামান্য জ্বরও রয়েছে। শারীরিক দুর্বলতা অনুভব করছেন মনমোহন সিং।
কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিঠিতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি লিখেছেন, নির্দিষ্ট সংখ্যক মানুষের টিকাকরণের জন্য পর্যাপ্ত টিকা প্রয়োজন। আগামী ৬ মাসের জন্য কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনা উচিত।
জরুরি প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা কেন্দ্রীয় সরকারের উচিত। রাজ্যগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা তাও দেখতে হবে। টিকা থাকলেই রাজ্যগুলি পরিকল্পনাঅনুযায়ী কাজ করতে পারবে।
৪৫ বছরের কম বয়স কিন্তু করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদের টিকাকরণের ক্ষেত্রে সরকারের নমনীয়তা দেখানো উচিত। এই তালিকায় আছেন, বাস, ট্যাক্সি চালক, পুরকর্মী, পঞ্চায়েত কর্মীরা।
বেশি পরিমাণ টিকা উৎপাদনের জন্য তহবিল গঠন সহ ছাড়ের দিকে কেন্দ্রকে নজর দিতে হবে। আরও উৎপাদনেকর জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থার কথাও বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইউরোপীয় মেডিকেল এজেন্সি অনুমোদিত কোনও সংস্থার থেকে টিকা আমদানি করা যেতে পারে। কারণ এখন যে টিকা দেওয়া হচ্ছে তা সীমিত পরিমাণে।